Cristiano Ronaldo on 1000 Goals

১০০০ গোল থেকে ৬৯ কদম দূরে রোনাল্ডো, বিশ্বরেকর্ডের হাতছানির মাঝে কী বললেন সিআর৭

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ১০০০ গোলের মাইলফলক থেকে ৬৯ কদম পিছিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সামনে রয়েছে বিশ্বরেকর্ডের হাতছানি। সেই বিষয়ে মুখ খুললেন সিআর৭।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৭:৪০
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

এক পা এক পা করে বিশ্বরেকর্ডের দিকে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ১০০০ গোলের মাইলফলক থেকে ৬৯ কদম পিছিয়ে রয়েছেন তিনি। অর্থাৎ, আর ৬৯টি গোল করতে পারলেই সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০০ গোল হবে পর্তুগালের ফুটবলারের। বিশ্বরেকর্ডের হাতছানি নিয়ে মুখ খুললেন রোনাল্ডো। কী বললেন সিআর৭।

Advertisement

শুক্রবার সৌদি প্রো লিগের ডার্বিতে আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসের। জোড়া গোল করেছেন রোনাল্ডো। চলতি মরসুমে সৌদির ক্লাবের হয়ে ৩০টি গোল করেছেন তিনি। রোনাল্ডো জানিয়েছেন, আপাতত ১০০০ গোলের কথা ভাবছেন না তিনি। মাঠে নেমে ফুটবল উপভোগ করতে চান তিনি। রোনাল্ডো বলেন, “আমি এই মুহূর্তটা উপভোগ করছি। ১০০০ গোলের পিছনে দৌড়চ্ছি না। যদি সেটা হয় তো ভাল। যদি না হয়, তা হলেও কোনও দুঃখ নেই। আমি বর্তমানে বাঁচি। ভবিষ্যতে কী হবে তা দেখা যাবে।”

জোড়া গোল করার থেকে দলের জয়ে বেশি আনন্দ পেয়েছেন তিনি। বাকি মরসুমেও এ ভাবেই খেলতে চান তিনি। রোনাল্ডো বলেন, “আমি জোড়া গোল করে খুশি। তবে তার থেকেও বেশি খুশি দল জেতায়। আমরা ডার্বি জিতেছি। খুব ভাল ফুটবল খেলেছি। আর মাত্র ন’টা ম্যাচ বাকি। এখনও লিগ জেতার সুযোগ রয়েছে। সেই লক্ষ্যেই আমরা খেলব।”

Advertisement

২০২৪ সালের অক্টোবর মাসে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন রোনাল্ডো। সেই সময় সিআর৭ জানিয়েছিলেন, ১০০০ গোল এখন একটা দায়বদ্ধতায় পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, “৯০০ গোল হওয়ার পরেই সকলে এখন ১০০০ গোল চাইছে। এটা আমার কাছে একটা দায়বদ্ধতায় পরিণত হয়েছে। আমার পা কত দিন আমাকে সঙ্গ দেবে জানি না। তবে চেষ্টা করব ১০০০ গোল করার।” সেই বক্তব্য থেকে সরে এসেছেন রোনাল্ডো।

রোনাল্ডো এই মরসুমে যা খেলেছেন তাতে আর দু’টি মরসুমে এ ভাবে খেলতে পারলেই ১০০০ গোল হয়ে যাবে তাঁর। তবে এখন সে সব নিয়ে ভাবছেন না তিনি। মাঠে নেমে শুধু খেলাটা উপভোগ করতে চাইছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement