Cristiano Ronaldo on FIFA World Cup

পর্তুগাল নয়, অন্য এক দেশ ২০২৬ ফুটবল বিশ্বকাপ জিতবে, কাদের নাম বললেন নেশনস লিগজয়ী রোনাল্ডো

স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। কিন্তু নিজেদের বিশ্বকাপ জেতার দাবিদার ভাবছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোন দেশের কথা বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৬:২১
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

৪০ বছর বয়সেও দেশের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। পরের বছর আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপ। নেশনস লিগ জিতলেও নিজেদের বিশ্বকাপ জেতার দাবিদার ভাবছেন না রোনাল্ডো। অন্য এক দেশের কথা বলেছেন তিনি।

Advertisement

রোনাল্ডোর মতে, পরের বছর বিশ্বকাপ জিতবে স্পেন। যে দলকে হারিয়ে তাঁরা নেশনস লিগ জিতেছেন সেই দলের উপরেই বাজি ধরেছেন রোনাল্ডো। তিনি বলেন, “অবশ্যই স্পেন বিশ্বকাপ জিতবে। জেতাটা স্পেনের অভ্যাসে পরিণত হয়েছে। তাই যদি আমাকে বাজি ধরতে হয় তা হলে স্পেনের উপর ধরব।” ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। তার পর থেকে প্রতি বার আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে তারা। তবে স্পেনের এই দল গত ইউরো কাপ জিতেছে। ফলে অবশ্যই বিশ্বকাপ জেতার দাবিদার তারা।

পাশাপাশি নিজের দেশকে নিয়েও আশাবাদী রোনাল্ডো। আপাতত বর্তমানকে নিয়ে থাকতে চান তিনি। সিআর৭ বলেন, “আশা করছি পর্তুগালও ভাল খেলবে। আমি জানি না কী হবে। তবে সে সব নিয়ে ভাবছি না। আমি বর্তমানে বাঁচতে ভালবাসি। নিজের থেকে ২০ বছরের ছোট ফুটবলারদের বিরুদ্ধে লড়ছি। সেটাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে।”

Advertisement

কেরিয়ারে প্রায় সব ট্রফি জিতলেও বিশ্বকাপ জিততে পারেননি রোনাল্ডো। গত বার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। আগামী বছর ৪১ বছর বয়স হবে রোনাল্ডোর। সেই বয়সে তিনি খেলার ধকল কতটা সামলাতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। পরের বছর রোনাল্ডো বিশ্বকাপ খেলবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

গত দু’বছর থেকে ইউরোপের ফুটবল থেকে সরে গিয়েছেন রোনাল্ডো। ক্লাব ফুটবলে এখন তিনি খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। তবে সেখানে গিয়েও ক্লাবকে কোনও ট্রফি জেতাতে পারেননি তিনি। ফলে এ বার তিনি আল নাসের ছাড়তে পারেন। বেশ কিছু ক্লাবের প্রস্তাব রয়েছে তাঁর কাছে। এখন দেখার দেশের ফুটবল থেকে ফিরে ক্লাব ফুটবলে রোনাল্ডো কী সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement