গোলের পর উল্লাস লিয়োনেল মেসির। ছবি: রয়টার্স।
ক্লাব ফুটবলে মরসুমের শুরুটা ভাল করেছেন লিয়োনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে আবার গোল করেছেন তিনি। আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে মেজর সকার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছেছে মায়ামি।
গত বারও গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মায়ামি। কিন্তু প্লে-অফে এই আটলান্টার কাছেই হারতে হয়েছিল তাদের। আমেরিকার ক্লাবের হয়ে দ্বিতীয় ট্রফি জেতা হয়নি মেসির। এ বার মরসুমের চতুর্থ ম্যাচে সেই হারের বদলা নিলেন মেসিরা।
আটলান্টার ঘরের মাঠে প্রায় ৪৩ হাজার দর্শকের সামনে শুরুটা ভাল হয়নি মায়ামির। ১১ মিনিটের মাথায় আইভরি কোস্টের ইমানুয়েন লাট্টে লাথের গোলে এগিয়ে যায় আটলান্টা। সমতা ফেরাতে অবশ্য বেশি ক্ষণ সময় লাগেনি মায়ামির। ২০ মিনিটের মাথায় গোল করেন তিনি। বক্সের বাইরে বল পান মেসি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার ফুটবলার।
খেলার বাকি সময়ে গোলের অনেক সুযোগ তৈরি করেছিল মায়ামি। কিন্তু আটলান্টার গোলরক্ষক ব্র্যাড গুজ়ানকে পরাস্ত করতে পারছিল না তারা। অবশেষে ম্যাচের ৮৯ মিনিটের মাথায় জর্ডি আলবার কাছ থেকে বল পেয়ে গোল করেন হাইতির ফুটবলার ফাফা পিকাউল্ট। আর ফিরতে পারেনি আটলান্টা। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ের ফলে মেজর সকার লিগের ইস্টার্ন কনফারেন্সে চারটি ম্যাচ খেলে ১০ পয়েন্ট মায়ামির। তিনটি ম্যাচ জিতেছে তারা। একটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, চলতি মরসুমে একটি ম্যাচও হারেনি তারা। গোলের মধ্যে রয়েছেন মেসিও। আরও একটি মরসুমে দলকে ভরসা দিচ্ছেন তিনি।