Mohun Bagan Election

সৃঞ্জয়ের প্রচারে হাজির সুব্রত, মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে নিয়ে সভা আহিরীটোলায়

সমর্থনের হাত আগেই বাড়িয়েছিলেন। এ বার প্রকাশ্য নির্বাচনী সভায় সৃঞ্জয় বসুর পাশে দাঁড়ালেন সুব্রত ভট্টাচার্য। শনিবার আহিরীটোলা দোলনার মাঠে নির্বাচনী সভা ছিল সৃঞ্জয়ের। সেখানেই মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ২২:৪৯
Share:

সৃঞ্জয় বসুর সভায় টুটু বসুর (ডান দিকে) পাশে সুব্রত ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

সমর্থনের হাত আগেই বাড়িয়েছিলেন। এ বার প্রকাশ্য নির্বাচনী সভায় সৃঞ্জয় বসুর পাশে দাঁড়ালেন সুব্রত ভট্টাচার্য। শনিবার আহিরীটোলা দোলনার মাঠে নির্বাচনী সভা ছিল সৃঞ্জয়ের। সেখানেই মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে দেখা গিয়েছে।

Advertisement

এখনও পর্যন্ত যে ক’টা নির্বাচনী সভা করেছেন সৃঞ্জয়, তার মধ্যে এ দিনেরটাই ছিল সবচেয়ে বড়। লোকও হয়েছিল প্রচুর। সুব্রতর পাশাপাশি শিশির ঘোষ, অমিত ভদ্রের মতো প্রাক্তন ফুটবলারকে দেখা গিয়েছে। ছিলেন গায়ক-পরিচালন অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। সুব্রত জানিয়েছেন, সৃঞ্জয়রাই মোহনবাগান ক্লাবটা আগামী দিনে ভাল চালাবেন। তাই নির্বাচনে জিতে তাঁরই সচিব হওয়া দরকার।

সম্প্রতি মোহনবাগানের বিদায়ী সচিব দেবাশিস দত্ত দাবি করেছিলেন, টুটু বসু যদি সচিব হন, তা হলে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। অথবা তিনি সচিব হয়ে এলে সভাপতি পদের জন‍্য টুটুর নামই আবার প্রস্তাব করবেন। এর উত্তরে এ দিন টুটু বলেন, “এ সব কথার কোনও মানে নেই। আমি শুধু ফিক্ করে হাসব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement