India's Test team for England

ভারতের টেস্ট দলে নেই কেকেআরের কেউ, ব্রাত্য আরও এক দল, আইপিএল থেকে কারা সুযোগ পেলেন?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ের জন্য শনিবার ১৮ জনের দল বেছে নিয়েছে ভারত। সেই টেস্ট দলে কলকাতা নাইট রাইডার্সের কোনও ক্রিকেটার নেই। ব্রাত্য আইপিএলের আরও একটি দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৩৬
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ের জন্য শনিবার ১৮ জনের দল বেছে নিয়েছে ভারত। অধিনায়ক হয়েছেন শুভমন গিল। সেই টেস্ট দলে কলকাতা নাইট রাইডার্সের কোনও ক্রিকেটার নেই। ব্রাত্য আইপিএলের আরও একটি দল। বাকি আটটি দলের প্রতিটির থেকে অন্তত এক জন করে হলেও সুযোগ পেয়েছেন।

Advertisement

ইংল্যান্ড সিরিজ়‌ের দলে যে ১৮ জন সুযোগ পেয়েছেন, তার মধ্যে ১৭ জন খেলেন আইপিএলে। বাংলার অভিমন্যু ঈশ্বরণ একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলের কোনও দলে খেলেন না। কলকাতা ছাড়াও বেঙ্গালুরুর কোনও ক্রিকেটার টেস্ট দলে সুযোগ পাননি।

সবচেয়ে বেশি পাঁচ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন গুজরাত টাইটান্স থেকে। গুজরাতের অধিনায়ক শুভমন গিল টেস্ট দলেও অধিনায়ক হয়েছেন। এ ছাড়া সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ সুযোগ পেয়েছেন।

Advertisement

দিল্লি থেকে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। তাঁরা হলেন কেএল রাহুল, কুলদীপ যাদব এবং করুণ নায়ার। রাহুল সম্ভবত ওপেন করবেন। কুলদীপেরও প্রথম একাদশে জায়গা পাওয়ার কথা। করুণকে অভিজ্ঞতার নিরিখে নেওয়া হয়েছে।

লখনউ থেকেও তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে। এ ছাড়া আকাশ দীপ এবং শার্দূল ঠাকুর সুযোগ পেয়েছেন। শার্দূল এক বছরেরও বেশি সময় পর ভারতীয় দলে ফিরলেন।

রাজস্থান থেকে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল। ওপেনার হিসাবে যশস্বীর স্থান পাকা হলেও ধ্রুবকে ডাগআউটেই থাকতে হবে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে সুযোগ পাওয়া একমাত্র ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। চেন্নাইয়ের একমাত্র প্রতিনিধি রবীন্দ্র জাডেজা। পঞ্জাবের থেকে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ।

অস্ট্রেলিয়া সফরে কেকেআরের হর্ষিত রানা থাকলেও ইংল্যান্ডে যাচ্ছেন না তিনি। বেঙ্গালুরুর থেকে কোহলির থাকার কথা ছিল। তিনি অবসর নেওয়ায় বেঙ্গালুরুর কোনও প্রতিনিধি থাকছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement