Mohun Bagan

পেত্রাতোসকে কৃতিত্ব দিলেন মোহনবাগানের স্টুয়ার্ট, দলের মানসিকতার প্রশংসা শুভাশিসের

তিনি দলে আসার পর মোহনবাগানে জায়গা হারিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। শনিবার লিগ-শিল্ড হাতে তুলে সেই পেত্রাতোসকেই কৃতিত্ব দিলেন গ্রেগ স্টুয়ার্ট। অন্য দিকে, অধিনায়ক শুভাশিস বসু দলের জয়ের মানসিকতার কথা তুলে ধরলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৮:৪৩
Share:

শিল্ড নিয়ে মোহনবাগান খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

তিনি দলে আসার পর মোহনবাগানে জায়গা হারিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। তবে তা নিয়ে কোনও দিন ঝগড়া হয়নি। শনিবার লিগ-শিল্ড হাতে তুলে সেই পেত্রাতোসকেই কৃতিত্ব দিলেন গ্রেগ স্টুয়ার্ট। অন্য দিকে, অধিনায়ক শুভাশিস বসু দলের জয়ের মানসিকতার কথা তুলে ধরলেন।

Advertisement

ওড়িশার বিরুদ্ধে পেত্রাতোসের শেষ মুহূর্তের গোলেই লিগ-শিল্ড নিশ্চিত হয়েছিল মোহনবাগানের। সেই প্রসঙ্গে স্টুয়ার্ট আইএসএলের ওয়েবসাইটে বলেছেন, “ক্লাবের যারা রয়েছে, সেই সমর্থক, মালিক এবং সাপোর্ট স্টাফদের জন্য দারুণ একটা দিন গেল। বিশেষত এই মানুষটা (পাশে থাকা পেত্রাতোসকে দেখিয়ে)। গত সপ্তাহে অসাধারণ গোল করেছিল।”

স্টুয়ার্টের সংযোজন, “শিল্ড আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় তিন পয়েন্ট পেয়েই উৎসব মধুর করে রাখতে চেয়েছিলাম। সেটা হওয়ায় সত্যিই দিনটা খুব ভাল হয়ে গিয়েছে। পরিবারকেও পাশে পেয়েছি এই সময়টায়।”

Advertisement

লিগ-শিল্ডের উৎসব দেখতে মাঠে ৬০ হাজার দর্শক হাজির হয়েছিলেন। সে প্রসঙ্গে স্টুয়ার্টের মন্তব্য, “এত মানুষের সামনে খেলা অবিশ্বাস্য অভিজ্ঞতা। এই কারণেই আমরা ফুটবল ভালবাসি। সমর্থকদের জন্যই ট্রফিটা আরও বেশি করে জিততে চেয়েছিলাম।”

লিগ-শিল্ড সবার আগে যিনি হাতে তুলেছিলেন, সেই শুভাশিসের ঘোর কাটছিল না ম্যাচের অনেক ক্ষণ পরেও। কোনও মতে আইএসএলের ওয়েবসাইটে বললেন, “ম্যাচ জিতে লিগ-শিল্ড হাতে নেওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। গোয়াকে হারাতে মরিয়া ছিলাম। দলকে নিয়ে অত্যন্ত গর্বিত। এটাই মোহনবাগান সুপার জায়ান্ট।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement