East Bengal

ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ, আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝেই ধাক্কা লাল-হলুদে, মুম্বই ছাড়লেন তিরিও

আইএসএল নিয়ে অনিশ্চয়তা যত প্রকট হচ্ছে, ততই ধাক্কা খাচ্ছে ক্লাবগুলি। সোমবার ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অন্য দিকে, মুম্বই সিটি এফসি ছেড়েছেন তিরিও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২১:২১
Share:

হামিদ আহদাদ। ছবি: সমাজমাধ্যম।

আইএসএল নিয়ে অনিশ্চয়তা যত প্রকট হচ্ছে, ততই ধাক্কা খাচ্ছে ক্লাবগুলি। সোমবার ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁর সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছে ইস্টবেঙ্গল। অন্য দিকে, মুম্বই সিটি এফসি ছেড়েছেন তিরিও।

Advertisement

এক বিবৃতিতে ইস্টবেঙ্গল জানিয়েছে, এই মুহূর্তে হামিদ পরিবারের সঙ্গে কাটাতে চান। মাঠের বাইরে খেলোয়াড়ের ভাল থাকার কথা বিচার করেই হামিদের ইচ্ছাকে মর্যাদা দেওয়া হয়েছে। দ্রুত পরিবর্ত ফুটবলার খুঁজে নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।

গত বছর জুলাইয়ে ইস্টবেঙ্গলে সই করেছিলেন হামিদ। ডুরান্ড কাপ এবং সুপার কাপ মিলিয়ে সাতটি ম্যাচ খেলে দু’টি গোল করেছেন। মাঝে চোট পেয়ে বাইরেও ছিলেন কিছু দিন। গোলের সামনে প্রত্যাশিত দক্ষতা দেখাতে না পারায় প্রথম একাদশে তাঁর জায়গা নিয়েও বার বার উঠেছে প্রশ্ন।

Advertisement

এ দিকে, স্পেনের ফুটবলার তিরি মুম্বই ছেড়েছেন। ক্লাবের তরফে বিবৃতিতে তিরির পেশাদারিত্বের কথা উঠে এসেছে। গত জুনেই এক বছর চুক্তি বাড়িয়েছিলেন তিনি। আইএসএলে ১৫০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বইয়ের হয়ে খেলেছেন ৪৯টি ম্যাচ। অতীতে এটিকে, জামশেদপুর এবং এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন।

আইএসএল নিয়ে অনিশ্চয়তা চলার মাঝে একের পর এক ফুটবলার ক্লাব ছাড়ছেন। ইতিমধ্যেই কেরলের আদ্রিয়ান লুনা এবং নোয়া সাদাউই ক্লাব ছেড়েছেন। গোয়া ছেড়েছেন বোরহা হেরেরা।

আইএসএলের ঘোষণা

সোমবার ফেডারেশনের আর্থিক কমিটির সভা ছিল। সেখানে চলতি মরসুম আয়োজনের জন্য আনুমানিক সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব ঠিক থাকলে মঙ্গলবার আইএসএল শুরুর তারিখ ঘোষণা করা হতে পারে।

আইএফএ-র আশ্বাস

সম্প্রতি বেঙ্গল সুপার লিগ (বিএসএল) নিয়ে আইএফএ-র এক পদাধিকারী ম্যাচ গড়াপেটা সংক্রান্ত কিছু অভিযোগ করেছিলেন। তার প্রেক্ষিতে সোমবার শ্রাচী স্পোর্টসের শীর্ষকর্তারা আইএফএ সভাপতি ও সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তাঁরা আইএফএ কর্তাদের অনুরোধ করেন, বেঙ্গল সুপার লিগে ম্যাচে গড়াপেটা এবং জুয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা তাঁদের প্রতিষ্ঠান ও আইএফএ-র ভাবমূর্তির পক্ষে খারাপ। তাঁরা আইএফএ-কে পুলিশি তদন্তের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আইএফএ-র এক কর্তার পোস্টের বিষয়েও হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। আইএফএ-র তরফ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, তদন্তের জন্য কলকাতা পুলিশকে অনুরোধ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement