Lionel Messi

কলকাতার বিশৃঙ্খলা দেখামাত্র শিক্ষা নিল হায়দরাবাদ পুলিশ, মেসির অনুষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার কথা জানার পর বৈঠকে বসেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। হায়দরাবাদের অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১
Share:

(বাঁ দিকে) লুইস সুয়ারেজ় এবং লিয়োনেল মেসি (ডান দিকে)। ছবি: পিটিআই।

কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হায়দরাবাদ পুলিশ। লিয়োনেল মেসি হায়দরাবাদ পৌঁছোনোর আগেই সংবাদমাধ্যমকে নিরাপত্তা বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছেন হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি।

Advertisement

মেসির কলকাতা সফরে দর্শক বিক্ষোভের বিষয়টি জানার পরই বৈঠকে বসেন হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা। সেই বৈঠকের পর শিবধর বলেছেন, ‘‘কলকাতার অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করা হয়েছে। হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলো নিরাপদ এবং শান্তিপূর্ণ ভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি।’’ নির্দিষ্ট অনুমতিপত্র ভাল করে খতিয়ে না দেখে কাউকে মেসির ধারেকাছে যেতে দেওয়া হবে না।

কলকাতা থেকে দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন এলএম টেন। তাঁর সঙ্গে গিয়েছেন দুই সতীর্থ লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। হায়দরাবাদে সন্ধ্যা ৭টায় ‘গোট কাপ’ নামে একটি ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করবেন মেসি। থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। সাত বনাম সাত একটি ফুটবল ম্যাচও খেলার কথা রয়েছে মেসির। মেসিকে সম্মান জানিয়ে একটি সঙ্গীতানুষ্ঠান রয়েছে।

Advertisement

রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠানে থাকার কথা। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে থাকবেন হায়দরাবাদেই। রবিবার মুম্বই এবং সোমবার দিল্লি যাওয়ার কথা রয়েছে মেসির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement