Lionel Messi

ফুটবলের রাজপুত্রের সঙ্গে দেখা বলিউড বাদশার, হোটেলেই সাক্ষাৎ দুই তারকার, ছিলেন সুয়ারেজ়ও, আর কী কী হল

সাড়ে ১২ ঘণ্টার সফরে কলকাতায় এসেছেন লিয়োনেল মেসি। শাহরুখ খানের সঙ্গে ছিল তাঁর ছেলে আব্রাহামও। ছিলেন আয়োজক শতদ্রু দত্ত এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:১৩
Share:

(বাঁ দিক থেকে) লিয়োনেল মেসি, লুইস সুয়ারেজ এবং শাহরুখ খান। ছবি: পিটিআইয়ের ভিডিয়ো থেকে নেওয়া।

কলকাতার হোটেলেই দেখা হয়ে গেল লিয়োনেল মেসি এবং শাহরুখ খানের। বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র। ছিলেন মেসির দীর্ঘ দিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।

Advertisement

যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের আগে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে দেখা হল দুই তারকার। শুক্রবার রাত আড়াইটে নাগাদ সুয়ারেজ় এবং ডি’পলকে নিয়ে শহরে এসেছেন মেসি। ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় এসেছেন শাহরুখও। সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ। তাঁদের আলাপ করিয়ে দেন মূল আয়োজক শতদ্রু দত্ত। তাঁকে দেখে হাত বাড়িয়ে দেন মেসি। কাছে টেনে নেন আব্রামকে। কুশল বিনিময়ের পর ছবি তোলা হয়। দুই তারকার মাঝে ছিলেন সুয়ারেজ়। ছিলেন ডি পলও। ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও।

১৪ বছর পর আবার কলকাতায় এলেন মেসি। বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তাঁর হোটেলে। জানা গিয়েছে, সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তাঁর অনেক ভক্ত উপস্থিত ছিলেন। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তৈরি হয়ে নিতে হবে তাঁকে। শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মেচন করবেন এলএম টেন। ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১.৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুপুর ১২ থেকে ১২.৩০ পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর ২টোয় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কয়েক ঘণ্টার জন্য শহরে এসেছেন। কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। এই সফরসূচিতে কলকাতায় বিশ্রামের তেমন সুযোগ নেই মেসির। কয়েক ঘণ্টা হয়তো দু’চোখের পাতা এক করবেন না তাঁর ভক্তেরাও।

Advertisement

শনিবার কলকাতা থেকে দুপুর ২টোর সময় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। সেই শহরে পৌঁছে সন্ধ্যা ৭টার সময় ‘গোট কাপ’ নামের একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেসি। সেখানে থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। সাত বনাম সাত একটি ফুটবল ম্যাচেও খেলার কথা রয়েছে মেসির। এর পর মেসিকে সম্মান জানিয়ে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠানে থাকার কথা। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে থাকবেন হায়দরাবাদেই।

১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। শোনা যাচ্ছে, সেখানে মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন সচিন তেন্ডুলকর। এর পর ৪টের সময় খ্যাতনামীদের সঙ্গে ফুটবল ম্যাচ রয়েছে। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর হাজির থাকার কথা। আরও অনেক খ্যাতনামী হাজির থাকবেন। মেসি নিজে ফুটবল খেলবেন কি না তা স্পষ্ট নয়। বিকেল ৫টা নাগাদ মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া ছাড়াও একটি চ্যারিটি ফ্যাশন শো হবে। জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফ-সহ বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনিও হাজির থাকতে পারেন। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। কলকাতার মতো ওয়াংখেড়েতেও খুদেদের নিয়ে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’।

১৫ ডিসেম্বর মেসি যাবেন দিল্লি। প্রথমে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। যদিও সেই সময় জানা যায়নি এখনও। দুপুর ১.৩০টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। তাঁকে সংবর্ধিত করা হবে। পাশাপাশি, ইউরোপে গিয়ে তিনটি ট্রফি জেতা মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধিত করবেন মেসি নিজে। সেখানেও একটি কোচিং ক্লিনিকের কথা রয়েছে। স্টেডিয়ামের মাঝে একটি বিশেষ পিচ তৈরি করা হয়েছে। মোট দু’টি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ফুটবলে শটও মারতে পারেন মেসি। একটি ম্যাচ হবে নয় বনাম নয় ফুটবলারের। বিকেলের দিকে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে মেসির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement