Durand Cup 2025

ডার্বিতে মহিলাদের জন্য বিশেষ ‘গোলাপি’ টিকিট

সাধারণ দর্শকদের জন‌্য ডার্বির টিকিটের মূল‌্য ১৫০ টাকা। কিন্তু এই বিশেষ ‘গোলাপি’ টিকিটের মূল‌্য রাখা হয়েছে ১০০ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০৮:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শনিবার কল‌্যাণী স্টেডিয়ামে হতে চলেছে মরসুমের প্রথম ডার্বি। আর তা স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (আইএফএ)। বুধবার আরও এক নতুন উদ‌্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের মাঠমুখী করে তুলতে বিশেষ ‘গোলাপি’ টিকিটের ব‌্যবস্থা করা হচ্ছে।

সাধারণ দর্শকদের জন‌্য ডার্বির টিকিটের মূল‌্য ১৫০ টাকা। কিন্তু এই বিশেষ ‘গোলাপি’ টিকিটের মূল‌্য রাখা হয়েছে ১০০ টাকা। মোবাইল স্ক‌্যান করে আগের নিয়মেই মাঠে প্রবেশ করতে পারবেন মহিলা ফুটবলপ্রেমীরা। নির্দিষ্ট প্ল‌্যাটফর্ম থেকে কাটা টিকিটের উপরে ছাড় পাবেন তাঁরা। জানা গিয়েছে, কয়েকশো ‘গোলাপি’ টিকিট ছাড়া হবে।

কেন এই উদ‌্যোগ? আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, “মহিলা সমর্থকদের আরও বেশি সংখ‌্যায় মাঠে আসার উৎসাহ দেওয়ার জন‌্য গোলাপি টিকিটের ব‌্যবস্থা করা হয়েছে। ডার্বিতে পরীক্ষামূলক ভাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে সাফল‌্য দেখে সর্বস্তরে তা ছড়িয়ে দেওয়া হবে।”

এ দিকে, বৃহস্পতিবার বিকেল থেকে রাজারহাটের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রের মাঠে বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ড কাপের জন‌্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ডে তাদের প্রথম ম‌্যাচ ৩১ জুলাই মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সাহাল আব্দুল সামাদ ছাড়া সিনিয়র দলের প্রায় সকল ভারতীয় ফুটবলারই শহরে চলে এসেছেন।

কোচের দৌড়ে তিন: ভারতীয় কোচের পদে মোট আবেদন জমা পড়েছিল ১৭০টি। তার মধ‌্যে তিনটি নাম প্রাথমিক ভাবে বাছাই করেছে ফেডারেশনের টেকনিক‌্যাল কমিটি। বুধবার ভার্চুয়ালি তাঁরা এই বাছাইয়ের কাজ সম্পন্ন করেন। তিন জন হলেন- খালিদ জামিল, স্টিভন কনস্ট‌্যানটাইন ও স্তেফান তারকোভিচ। এই তিন সদস‌্যের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ কমিটির কাছে। ভারতীয় ফুটবল দলের কোচের আসনে কাকে দেখা যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এক্সিকিউটিভ কমিটির সদস‌্যরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন