SAFF Women's Championship

পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

কাঠমান্ডুতে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারতীয় দল। ২০ মিনিটের মধ্যেই এগিয়ে যান ডাংমেইরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:১১
Share:

গোল করে উচ্ছাস ডাংমেই গ্রেসের। ছবি সংগৃহীত।

চলতি এশিয়া কাপ ক্রিকেটে রোহিত শর্মারা হার মানলেও পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে যাত্রা শুরু করলেন ভারতের মেয়েরা। নেপথ্যে ডাংমেই গ্রেস-সৌমা গুগলথ যুগলবন্দি।

Advertisement

কাঠমান্ডুতে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারতীয় দল। ২০ মিনিটের মধ্যেই এগিয়ে যান ডাংমেইরা। বাঁ দিক থেকে বিপক্ষের পেনাল্টি বক্সে সেন্টার করেছিলেন সন্ধ্যা রঙ্গনাথন। পাকিস্তানের অধিনায়ক মারিয়া জামিল খান বিপন্মুক্ত করতে গিয়ে বল নিজের গোলেই ঢুকিয়ে দেন। তিন মিনিটের মধ্যে ২-০ করেন ডাংমেই। ২৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু নাদিয়া খানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধেও রণকৌশল বদলায়নি ভারতীয় দল। ৫০ মিনিটে রঞ্জনা চানুর শট বিপন্মুক্ত করেন পাকিস্তানের ডিফেন্ডাররা। সাত মিনিট পরে সন্ধ্যার শট কোনও মতে কর্নার করে বাঁচান তাঁরা। ৬১ মিনিটে অনুজ তামাংয়ের শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। এর পরেই একসঙ্গে তিনটি পরিবর্তন করেন ভারতীয় দলের কোচ। মিচেল কাস্টানারের জায়গায় ঋতু রানি, রেণুর পরিবর্তে সৌমা ও প্রিয়ঙ্কা দেবির জায়গায় কিরণ পিসদাকে নামান। আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে ভারতীয় দলের। সংযুক্ত সময়ে (৯০+৪ মিনিট) ৩-০ করেন সৌমা।

Advertisement

ভারতের পরের ম্যাচ মলদ্বীপের বিরুদ্ধে আগামী শনিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন