AFC Asian Cup

জয়ের হ্যাটট্রিকে মূল পর্বের পথে সঙ্গীতারা

মঙ্গোলিয়াকে ১৩-০ চূর্ণ করে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে তিমোর-লেস্টেকে ৬-০ হারান মনীষারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:০২
Share:

দুরন্ত: ইরাককে হারিয়ে উল্লাস ভারতীয় দলের। এআইএফএফ। —ফাইল চিত্র।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অপ্রতিরোধ্য ভারতীয় মহিলা ফুটবল দল। বুধবার ইরাককে ৫-০ হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্বে যোগ্যতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা।

মঙ্গোলিয়াকে ১৩-০ চূর্ণ করে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে যাত্রা শুরু করে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে তিমোর-লেস্টেকে ৬-০ হারান মনীষারা। বুধবার ইরাকের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করলেন তাঁরা। খেলা শুরু হওয়ার ১৪ মিনিটের মধ্যে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান মনীষা। ৪৮ মিনিটে ৩-০ করেন কার্তিকা অঙ্গমুথু। ৬৮ মিনিটে গোল করেন নির্মলা দেবী। ৮০ মিনিটে ৫-০ করেন রতনবালা দেবী। ইরাককে হারিয়ে তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থানে ভারতীয় দল।

এশিয়ান কাপ যোগ্যতা অর্জন

ভারত ৫ ইরাক ০

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন