FIFA Club World Cup

ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিরুদ্ধে কি খেলতে পারবেন মেসি? ম্যাচের আগে মুখ খুললেন মায়ামির কোচ

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এফসি পোর্তোর বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে কি লিয়োনেল মেসিকে পাবে তারা? জানিয়ে দিলেন দলের কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:৩৩
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

বুধবার অনুশীলনে দেখে মনে হয়েছিল, বাঁ পায়ে সমস্যা হচ্ছে লিয়োনেল মেসির। বার বার বাঁ পা ধরে বসে পড়ছিলেন তিনি। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এফসি পোর্তোর বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। সেই ম্যাচে কি মেসিকে পাবে তারা? জানিয়ে দিলেন দলের কোচ জাভিয়ের মাসচেরানো।

Advertisement

ম্যাচের আগের দিন মাসচেরানো জানিয়েছেন, মেসি সুস্থই আছেন। তিনি বলেন, “মায়ামি থেকে আটলান্টা যাওয়ার পথে অনেক জায়গায় এই খবরটা পড়লাম। চিন্তার কিছু নেই। লিয়ো সম্পূর্ণ সুস্থ। ও গোটা অনুশীলনেই ছিল।” মাসচেরানা আরও বলেন, “অনুশীলনে ও পায়ে হাত দিয়ে বসেছিল। ও ভাবে অনেকেই নিজেদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করে। লিয়োও তাই করছিল। ওর কোনও সমস্যা নেই। মাঠে নামার জন্য ও পুরোপুরি তৈরি।”

আগের ম্যাচে আল আহলির বিরুদ্ধে জর্দি আলবাকে পায়নি মায়ামি। তিনি না থাকায় আক্রমণ তৈরি করতে সমস্যা হয়েছিল মেসিদের। পোর্তো ম্যাচে ফিরছেন আলবা। মাসচেরানো বলেন, “আলবাও সুস্থ। তবে ওকে শুরু থেকে খেলাব কি না, তা এখনও বলব না। যেটা দলের জন্য ভাল সেটাই করব। কী করব সেটা আমি জানি না। কিন্তু এখনই তা বলছি না।”

Advertisement

পর্তুগালের ক্লাব পোর্তো কঠিন প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় তারা নিয়মিত খেলে। তাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক মাসচেরানো। মেসিদের কোচ বলেন, “আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলব যারা বিশ্বের সেরা লিগে খেলে। কিন্তু মাঠে ১১ বনাম ১১ ফুটবলারের লড়াই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। ওদের দুর্বলতা জানি। সেটা কাজে লাগানোর চেষ্টা করব।”

ক্লাব বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি মায়ামির। প্রথম ম্যাচ ড্র করেছে তারা। তাই দ্বিতীয় ম্যাচ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পূর্ণশক্তির দল নিয়েই আটলান্টা গিয়েছেন মাসচেরানো। এখন দেখার দ্বিতীয় ম্যাচে মেসিরা জয়ে ফিরতে পারেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement