ICC World Test Championship

টেস্ট বিশ্বকাপে শুক্রবার শুরু হচ্ছে ভারতের অভিযান, কোন দেশ এ বার সবচেয়ে বেশি টেস্ট খেলবে, কারা সবচেয়ে কম?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দু’বছরের এই চক্রে কোন দেশ কতগুলি টেস্ট খেলবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৭:২৯
Share:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে টেম্বা বাভুমা। ছবি: পিটিআই।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুক্রবার ভারত-ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ়‌ শুরু হচ্ছে, সেটিও পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। দু’বছরের এই চক্রে কোন দেশ কতগুলি টেস্ট খেলবে?

Advertisement

আইসিসি যে সূচি প্রকাশ করেছে সেই অনুযায়ী ইংল্যান্ড সবচেয়ে বেশি, ২১টি টেস্ট খেলবে। অস্ট্রেলিয়া খেলবে ২০টি টেস্ট। ভারত খেলবে ১৮টি টেস্ট। এর পর রয়েছে নিউ জ়িল্যান্ড (১৬), দক্ষিণ আফ্রিকা (১৪), ওয়েস্ট ইন্ডিজ় (১৪), পাকিস্তান (১৩)। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সবচেয়ে কম, ১২টি করে টেস্ট খেলবে।

সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া দু’টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে। এ ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ভারতের বিরুদ্ধে পাঁচটি এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে। ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে দু’টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট।

Advertisement

ইংল্যান্ডের প্রতিপক্ষের মধ্যে রয়েছে ভারত (৫টি), অস্ট্রেলিয়া (৫টি), নিউ জ়িল্যান্ড (৩টি), পাকিস্তান (৩টি), দক্ষিণ আফ্রিকা (৩টি) এবং বাংলাদেশ (২টি)।

গত টেস্ট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা মাত্র ১২টি টেস্ট খেলে ফাইনালে উঠেছিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেইনি। সহজ দেশগুলির বিরুদ্ধে খেলতে হয়েছিল তাদের। এ নিয়ে ফাইনালের আগেই সমালোচিত হয়েছিল প্রোটিয়ারা। তবে অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে তার জবাব দিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছিল ১৯টি টেস্ট। তারা খেলেছে ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে। তাই আগামী টেস্ট বিশ্বকাপ সেই বিষয়টিতে নজর দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement