India vs England 2025

‘কর্মের ফল পাবেই’, ইংল্যান্ড সফরে সুযোগ না পেয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট বাংলার জোরে বোলারের, নিশানায় কি গম্ভীর?

গত কয়েকটি টেস্ট সিরিজ়‌ে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন দলে। কিন্তু ভারত ‘এ’ দলের হয়ে ভাল বোলিং করা সত্ত্বেও ইংল্যান্ড সফরের দলে জায়গা হয়নি। এতেই রাগ চেপে রাখতে পারলেন না বাংলার জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৩:৩৭
Share:

গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।

ভারতের হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছেন। গত কয়েকটি টেস্ট সিরিজ়‌ে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন দলে। ইংল্যান্ড সফরে সেটাও পাননি। ভারত ‘এ’ দলের হয়ে ভাল বোলিং করলেও অতিরিক্ত জোরে বোলার হিসাবে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। এতেই রাগ চেপে রাখতে পারলেন না মুকেশ কুমার। বাংলার জোরে বোলার এমন একটি পোস্ট করেছেন যা দেখে মনে হচ্ছে, সেটি গৌতম গম্ভীরের উদ্দেশেই করা।

Advertisement

গম্ভীরের ইচ্ছেতেই ভারতের ১৮ জনের দলে অতিরিক্ত এক পেসার হিসাবে হর্ষিতকে নেওয়া হয়েছে। কিন্তু ভারত ‘এ’ দলের হয়ে হর্ষিতের সাম্প্রতিক অবদান আহামরি নয়। ২৭ ওভারে ৯৯ রানে এক উইকেট নিয়েছিলেন। সেখানে মুকেশ এবং অংশুল কম্বোজ ভাল বল করেছিলেন। তবু হর্ষিতকে মূল দলে নেওয়া হয়।

মুকেশ সমাজমাধ্যমে লিখেছেন, “কর্মের ফল এক দিন পাবেনই। আপনাকে শুধু নজরটা ঠিক রাখতে হবে। কর্ম কাউকে ক্ষমা করে না। যা করছেন, তা ঠিক একই ভাবে ফেরত পাবেন।”

Advertisement

বাংলার পেসার পাশে পেয়েছেন সমর্থকদের। এক সমর্থক লিখেছেন, “মুকেশের হতাশার কারণ সহজেই অনুমান করা যায়। কঠোর পরিশ্রম করেছে। ঘরোয়া ক্রিকেটে ১১ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছে। সেখানে ঘরোয়া ক্রিকেটে হর্ষিত রানার মতো মাত্র ১৩টা ম্যাচ খেলা বোলারকে দলে নেওয়া হয়েছে। যদি নির্বাচনে তার প্রতিফলন না দেখা যায় তা হলে ঘরোয়া ক্রিকেট খেলে কী লাভ?”

প্রাক্তন নির্বাচক ডোড্ডা গণেশ লিখেছেন, “অংশুল কম্বোজকে অবশ্যই নেওয়া উচিত ছিল। হর্ষিত রানাকে নিয়ে এত মাতামাতির কী আছে বুঝতে পারছি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement