Lionel Messi

রোনাল্ডোর পর মেসিরও ক্লাব ছাড়া নিয়ে জল্পনা, বিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কাধাক্কি লিয়োর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর লিয়োনেল মেসিরও ক্লাব ছাড়া নিয়ে প্রশ্ন উঠে গেল। এমএলএস কাপ থেকে ইন্টার মায়ামির বিদায়ের পরেই এই জল্পনা তৈরি হয়েছে। ম্যাচের মাঝে বিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কাধাক্কি করেছেন মেসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৮:০৪
Share:

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

আল নাসের ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শত্রু ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এ বার লিয়োনেল মেসিরও ক্লাব ছাড়া নিয়ে প্রশ্ন উঠে গেল। শনিবার রাতে এমএলএস কাপ থেকে ইন্টার মায়ামির বিদায়ের পরেই এই জল্পনা তৈরি হয়েছে। ম্যাচের মাঝে বিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কাধাক্কি করেছেন মেসি।

Advertisement

এমএলএস কাপের প্রথম রাউন্ডেই বিদায়ের পর মনে করা হচ্ছে মেসি মায়ামিতে থাকবেন না। আমেরিকা ছাড়বেন না কি সে দেশেরই অন্য ক্লাবে যোগ দেবেন তা ঠিক হয়নি। তবে মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর মতে, মেসি ক্লাবে থাকবেন। ম্যাচের পর তিনি বলেছেন, “সত্যি বলতে, কত দিন মেসি এই লিগে খেলবে সেটা জানি না। সময় বয়ে যায় ঠিকই। তবে এত কম সময়ে মেসি এই ক্লাবে থাকবে এটা বিশ্বাস হচ্ছে না।”

মার্তিনো জানিয়েছেন, ক্লাব এখন উন্নতির মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে মেসি মাঝপথে ক্লাব ছেড়ে দেবেন এটা বিশ্বাসযোগ্য নয়। তাঁর কথায়, “হেরে গিয়ে আমরা প্রত্যেকে হতাশ। তবে গত বারের থেকে এ বার ক্লাব অনেক ভাল জায়গায় রয়েছে। সেটা মাথায় রাখা দরকার।”

Advertisement

ম্যাচের শেষ দিকে আটলান্টার গোলকিপার ব্রাড গুজ়ানের সঙ্গে ঝামেলা হয় মেসির। মেসি গোল করার পরেই দ্রুত বল নিয়ে খেলা শুরু করতে চেয়েছিলেন। তখনই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন সতীর্থ লিয়ো কাম্পানা। সুয়ারেস গিয়ে গুজ়ানকে উঠে পড়তে বলেন। এর পরে মেসি, সুয়ারেসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় গুজ়ানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement