Kylian Mbappe

এমবাপের গোলে জিতে আবার স্প্যানিশ লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ, ইপিএলে ১০ বছরের খরা কাটাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ঘরোয়া লিগে আবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে। ম্যাচের একমাত্র গোল কিলিয়ান এমবাপের। লিভারপুলকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ১০ বছরের খরা কাটিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৩:০৬
Share:

গোলের পর এমবাপের উচ্ছ্বাস। ছবি: সমাজমাধ্যম।

স্পেনের ঘরোয়া লিগে আবার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে। ম্যাচের একমাত্র গোল কিলিয়ান এমবাপের। গেটাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন, যা রিয়ালের কাজ আরও সহজ করে দিয়েছে। এ দিকে, লিভারপুলকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ১০ বছরের খরা কাটিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement

গেটাফের বিরুদ্ধে কিছুতেই গোলের মুখ খুলতে পারছিল না রিয়াল। বার বার আক্রমণ করেও লাভ হচ্ছিল না। ৭৭ মিনিটের মাথায় ভিনিসিয়াসকে ফাউল করেন গেটাফের অ্যালান নিয়ম। সবে ৪০ সেকেন্ড আগে মাঠে নেমেছিলেন তিনি। রেফারি সরাসরি লাল কার্ড দেখান নিয়মকে। গেটাফে দশ জন হয়ে যায়। সেই সুযোগ নেন এমবাপে। তিন মিনিট পরে আর্দা গুলেরের থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন তিনি।

লা লিগায় এই নিয়ে ১০টি গোল হয়ে গেল এমবাপের। দেশ এবং ক্লাবের হয়ে সব মিলিয়ে ১৪টি ম্যাচে ১৩টি গোল করলেন এই মরসুমে। ৮৪ মিনিটে আরও এক জন ফুটবলার কমে যায় গেটাফের। লাল কার্ড দেখেন আলেক্স সানক্রিস। তার পরেও প্রায় সমতা ফিরিয়ে দিয়েছিল তারা। রিয়ালের গোলে থিবো কুর্তোয়া না থাকলে হয়তো এক পয়েন্ট পেত রিয়াল।

Advertisement

এ দিকে, লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে জিতে সকলকেই চমকে দিয়েছে ম্যান ইউ। চলতি মরসুমে তাদের ফর্ম মোটেই ভাল নয়। তার পরেও লিভারপুলের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেওয়াকে অঘটনও বলছেন কেউ কেউ। ২০১৬-র পর থেকে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে জেতেনি ম্যান ইউ। সেই খরা কাটল।

৬২ সেকেন্ডে প্রথম গোল করে ম্যান ইউ। ব্রুনোর ফের্নান্দেস পাস দিয়েছিলেন আমাদ দিয়ালোকে। তিনি ব্রায়ান এমবিউমোকে পাস দেন। নিখুঁত শটে গোল করেন এমবিউমো। তবে প্রথম ২৫ মিনিট চাপ রেখেছিল লিভারপুলই। ব্রুনো এক বার গোল করার কাছাকাছি চলে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। লিভারপুলের কোডি গাকপোর শট দু’বার পোস্টে লাগে।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরান সেই গাকপোই। মনে হয়েছিল ওই জায়গা থেকে ম্যাচ বার করে নেবে লিভারপুল। তবে হ্যারি ম্যাগুয়ের গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন। সেই গোল আর শোধ করতে পারেনি আর্নে স্লটের লিভারপুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement