UEFA Champions League

একাই চার গোল, নজির এমবাপের, চ্যাম্পিয়ন্স লিগে জিতল রিয়াল, ভিটিনহার হ্যাটট্রিকে জয় পিএসজি-র, হেরে সমস্যায় লিভারপুল

একাই চারটি গোল করলেন কিলিয়ান এমবাপে। অলিম্পিয়াকোসকে ৪-৩ হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে প্যারিস সঁ জরমঁ (পিএসজি)। হেরে আরও সমস্যায় লিভারপুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১১:০৯
Share:

সতীর্থ ভিনিসিয়াসের (বাঁ দিকে) সঙ্গে উল্লাস এমবাপের। ছবি: সমাজমাধ্যম।

একটি-দু’টি নয়, এক ম্যাচে একাই চারটি গোল করলেন কিলিয়ান এমবাপে। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও। ফরাসি ফুটবলারের দাপটে অলিম্পিয়াকোসকে ৪-৩ হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। অন্য দিকে, ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে প্যারিস সঁ জরমঁ (পিএসজি)। তবে হেরে গিয়ে আরও সমস্যায় পড়েছে লিভারপুল।

Advertisement

সাত মিনিটেরও কম সময়ে হ্যাটট্রিক করেছেন এমবাপে। চিকিনহোর গোলে এগিয়ে গিয়েছিল অলিম্পিয়াকোস। এমবাপে তিনটি গোল করে ২২, ২৪ এবং ২৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের মেহদি তারেমি একটি গোল শোধ করার পর এমবাপে চতুর্থ গোল করেন ৬০ মিনিটে। পরে আয়ুব এল কাবি আর একটি গোল শোধ করেন। তবে সমতা ফেরাতে পারেনি গ্রিসের ক্লাব।

এমবাপে বলেন, “গোল করতে পারলে সব সময়ে ভাল লাগে। খুশি হই। সতীর্থেরা ভাল ভাল বল বাড়িয়েছে। এত ভাল দলে খেলতে পেরে গর্বিত।” চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে পাঁচটি হ্যাটট্রিক হল এমবাপের। চলতি মরসুমে দ্বিতীয় বার। সবচেয়ে বেশি, আটটি করে হ্যাটট্রিক রয়েছে লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রবার্ট লেয়নডস্কির আছে ছ’টি।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির রয়েছে মহম্মদ সালাহের। লিভারপুলের হয়ে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ভিটিনহার হ্যাটট্রিক

পিছিয়েও পড়েও জিতেছে পিএসজি। তাতে অবদান রেখেছেন ভিটিনহা। প্রথম গোলটি ডান পায়ে, পরেরটি বাঁ পায়ে এবং তৃতীয়টি করেছেন পেনাল্টি থেকে। বাকি দুই গোল ফ্যাবিয়ান রুইজ় এবং উইলিয়ান পাচোর। ৩৫ মিনিটে রিচার্লিসন এগিয়ে দিয়েছিলেন টটেনহ্যামকে। ভিটিনহা প্রথমার্ধে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। আবার সমতা ফেরান ভিটিনহা। এর পর রুইজ় পিএসজি-কে এগিয়ে দিলেও সমতা ফেরায় টটেনহ্যাম। ভিটিনহার তৃতীয় এবং পাচোর গোলে জেতে গত বারের চ্যাম্পিয়ন পিএসজি।

স্লটের চাকরি থাকবে?


ঘরোয়া লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, হেরেই চলেছে লিভারপুল। ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের কাছে ০-৩ গোলে হেরেছে কিছু দিন আগেই। এ বার চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত কমজোরি পিএসভি আইন্দোভোনের কাছে উড়ে গেল লিভারপুল। তা-ও ঘরের মাঠে। লিভারপুল হেরেছে ১-৪ গোলে। শেষ ১২টি ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। শেষ বার এমন হয়েছিল ১৯৫৩-৫৪ মরসুমে।

প্রশ্ন উঠছে, এত খরচ করে দল গড়ার পরেও এত খারাপ ফলাফলের পর চাকরি কি থাকবে কোচ আর্নে স্লটের? হারের পর লিভারপুল কোচ বলেছেন, “খুব অপ্রত্যাশিত ফলাফল। আমি বিস্মিত। তবে ফলাফল খারাপ হলে কোচকে নিয়ে অনেকে অনেক কিছুই বলে। আমি এটা নিয়ে বিশেষ ভাবতে চাই না।” ইভান পেরিসিচের গোলে পিএসভি এগোনোর পর সমতা ফেরান ডোমিনিক সোবোজ়লাই। পিএসভি-র বাকি তিনটি গোল গাস টিল, কুহাইব ড্রিউয়েচের।

নবীন, প্রবীণের নজির

আবার গোল করল ভিক্টর দাদাসেন। আগের ম্যাচেই ডর্টমুন্ডের বিরুদ্ধে গোল করে নজির গড়েছিল সে। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কনিষ্ঠ গোলদাতা হয়েছিল। বুধবার রাতে কাইরাতের বিরুদ্ধে গোল করেছে সে। জিতেছে দল কোপেনহেগেনও। একই দিনে নজর কাড়লেন এক প্রবীণ। ব্রাজিলের ফুটবলার ডেভিড লুইজ় দেশ ছেড়ে আবার ফিরেছেন ইউরোপের ফুটবলে। তিনি আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগে গোল করলেন। ৩৮ বছরের লুইজ়ের গোলে মোনাকোর সঙ্গে ২-২ ড্র করেছে পাফোস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement