Kylian Mbappe

ফ্রান্সের জয়ের নায়ক এমবাপে, হার জার্মানির

নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের পরে শুক্রবার ফ্রান্স ৩-০ গোলে হারিয়ে দিয়েছে জিব্রল্টারকে। ‘বি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে গোল পেয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ০৯:১৬
Share:

নায়ক: পেনাল্টি থেকে গোল করার মুহূর্তে এমবাপে।  ছবি: রয়টার্স।

কাতার বিশ্বকাপ ফাইনালে যেখানে লড়াই শেষ হয়েছিল, সেখান থেকেই যেন নতুন অধ্যায় শুরু করেছে ফ্রান্স। ইউরো যোগ্যতা অর্জন পর্বে টানা তিন ম্যাচ জিতে এগোচ্ছেন কিলিয়ান এমবাপেরা।

Advertisement

নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের পরে শুক্রবার ফ্রান্স ৩-০ গোলে হারিয়ে দিয়েছে জিব্রল্টারকে। ‘বি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে গোল পেয়েছেন। অন্য গোল অলিভিয়ের জিহুর। আইমেন মোয়েলির আত্মঘাতী গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়ে যায়।

সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠে এমবাপের ভবিষ্যৎ নিয়ে। দেশঁ বলে দেন, ‘‘আমি জাতীয় দলের কোচ। ক্লাব ফুটবল নিয়ে কিছু বলা উচিত নয়।’’ তার পরেই যোগ করেন, ‘‘ওর সঙ্গে আমার পিএসজি ছাড়ার সম্ভাবনা নিয়ে কী কথা হয়েছে, সেটা প্রকাশ্যে আনার প্রয়োজন নেই। তবে এটুকু বলতেই পারি, কোনও একদিন কিলিয়ান এই ক্লাব ছেড়ে চলে যেতেই পারে। তখন ও নিজেই যাবতীয় জল্পনার উত্তর দিতে পারবে।’’

Advertisement

ফ্রান্সের জয়ের দিনে ইংল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে মাল্টাকে। ‘সি’ গ্রুপে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গ্যারেথ সাউথগেটের দল। ইংল্যান্ড এগিয়ে যায় ট্রেন্ট আলেকজ়ান্ডার-আর্নল্ডের ২৮ মিনিটে করা অবিশ্বাস্য গোলে। এর আগে আট মিনিটে মাল্টার ফার্দিনান্দো অ্যাপাপের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বাকি দুই গোলদাতা হ্যারি কেন ও ক্যালাম উইলসন।

তবে শুক্রবার ইউরো যোগ্যতা অর্জন পর্বে রীতিমতো বড় চমক দিয়েছে আর্মেনিয়া। তারা ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ওয়েলসকে। ‘ডি’ গ্রুপে শুক্রবারের হারের পরে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ওয়েলস। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে আর্মেনিয়া।

এ দিকে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শুক্রবার জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। ৩১ মিনিটে গোল করেন ইয়াকুব কিবিয়র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন