Lionel Messi

লিয়ো সবার আদর্শ, বলছেন জোকোভিচ

গত রবিবার কাতারের লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল দেখতে হাজির ছিলেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। পল পোগবার সঙ্গে তাঁকে ছবি তুলতেও দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ০৭:০৫
Share:

বিশ্বকাপকে চুম্বন লিয়োনেল মেসির। ছবি: রয়টার্স।

লিয়োনেল মেসিই সকলের আদর্শ হওয়া উচিত। মনে করেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।

Advertisement

গত রবিবার কাতারের লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল দেখতে হাজির ছিলেন ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। পল পোগবার সঙ্গে তাঁকে ছবি তুলতেও দেখা গিয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে কিলিয়ান এমবাপেদের ৪-২ হারিয়ে ৩৬ বছর পরে বিশ্বকাপ জেতেন মেসিরা। সোনার বলও পান আর্জেন্টিনা অধিনায়ক।

অভিভূত জোকোভিচ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমি মেসিকে অসম্ভব শ্রদ্ধা করি। আমি ওর গুণমুগ্ধ। বিশ্বের অধিকাংশ মানুষই ওর কৃতিত্বে খুশি হয়েছেন বলে বিশ্বাস। মেসি বিনয়ী ও মাটির মানুষ। সাফল্য মাথা ঘুরিয়ে দেয়নি কখনও।’’

Advertisement

বিশ্বকাপ ফাইনালে লুসেল স্টেডিয়ামের গ্যালারিতে থাকতে পারা যেন তাঁর জীবনের স্মরণীয় মুহূর্ত, গোপন করেননি জোকোভিচ। বলেছেন, ‘‘বিশ্বকাপের ফাইনাল দেখতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে। অনেকের মতে এটাই সেরা বিশ্বকাপ ফাইনাল। কী অসাধারণ সমাপতন। আর্জেন্টিনা জিতল। যে ভাবে ফুটবলারদের দেশে স্বাগত জানানো হল, তা অতুলনীয়।’’

জোকোভিচ মুগ্ধ কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়েও। লুসেল স্টেডিয়ামে ফাইনাল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিয়ো গণমাধ্যমে পোস্ট করে ম্যাচ শেষ হওয়ার পরে তিনি লিখেছিলেন, ‘‘সাফল্যের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করার জন্য কাতারকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা সম্মানের ও গৌরবের যে, ফাইনাল মাঠে বসে দেখেছি। আমার দেখা অন্যতম সেরা ফুটবল ম্যাচ। ধন্যবাদ এই অসাধারণ দৃশ্যপটের জন্য। অভিনন্দন আর্জেন্টিনা।’’

জোকোভিচ এই মুহূর্তে দুবাইয়ে ওয়ার্ল্ড টেনিস লিগে খেলতে ব্যস্ত। এর পরই তিনি অস্ট্রেলীয় ওপেনে অংশ নিতে মেলবোর্নে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন