Lionel Messi and Cristiano Ronaldo

রেফারিকে বিদ্রুপ করে বিতর্কে রোনাল্ডো, জোড়া গোল করে মায়ামিকে প্লে-অফে তুললেন মেসি

জোড়া গোল করে দলকে প্রথম বার প্লে-অফে তুললেন লিয়োনেল মেসি। দলের জয়ের দিনেও রেফারিকে বিদ্রুপ করে বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই দিনে খেলতে নেমে দিনটা দু’রকম গেল ফুটবলবিশ্বের দুই তারকা খেলোয়াড়ের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:২৮
Share:

(বাঁ দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিয়োনেল মেসি (ডান দিকে)। — ফাইল চিত্র।

জোড়া গোল করে দলকে প্রথম বার প্লে-অফে তুললেন লিয়োনেল মেসি। দলের জয়ের দিনেও রেফারিকে বিদ্রুপ করে বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই দিনে খেলতে নেমে দিনটা দু’রকম গেল ফুটবলবিশ্বের দুই তারকা খেলোয়াড়ের।

Advertisement

এমএলএস কাপ প্লে-অফের ইস্টার কনফারেন্স সেমিফাইনালে ন্যাশভিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মেসির দল ইন্টার মায়ামি। শনিবার রাতে ৪-০ জিতেছে তারা। আগে কোনও দিন এমএলএস কাপের প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। ফলে ইতিহাস গড়েছে তারা। এ বার সেমিফাইনালে সিনসিনাটির বিরুদ্ধে খেলবে নামবে মায়ামি।

মেসি এই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন। চারটি গোলের পিছনেই তাঁর অবদান রয়েছে। নিজে দু’টি গোল করেছেন। পাশাপাশি দু’টি অ্যাসিস্টও করেছেন। গত তিনটি ম্যাচে মায়ামির আটটি গোলে সহায়তা করেছেন তিনি। ন্যাশভিলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। ১৫টি গোল রয়েছে মেসির।

Advertisement

সৌদি প্রো লিগে রোনাল্ডোর দল আল নাসের ৩-১ হারিয়েছে নিয়োমকে। তবে গোটা ম্যাচে রেফারি যে ভাবে ম্যাচ পরিচালনা করেছেন তাতে খুশি হতে পারেননি রোনাল্ডো। বিরতির ঠিক আগেই ঘটনাটি ঘটে। তখনও ম্যাচে কোনও গোল হয়নি। প্রতি আক্রমণে উঠছিল আল নাসের। হঠাৎই রেফারির বাঁশি বাজিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দেন। বিশ্বাসই করতে পারছিলেন না রোনাল্ডো।

টানেল দিয়ে সাজঘরে ফেরার সময়ে রেফারির প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। রোনাল্ডো বলেন, “দারুণ কাজ করেছেন। এ ভাবেই চালিয়ে যান। দারুণ ম্যাচ পরিচালনা করছেন আপনি। খুব ভাল খেলাচ্ছেন।” রোনাল্ডোর মন্তব্যে বিন্দুমাত্র প্রশংসা ছিল না। লুকিয়ে ছিল ব্যঙ্গ। সতীর্থেরা রোনাল্ডোকে সরিয়ে নিয়ে যান। বিরতির পর পেনাল্টি থেকে একটি গোলও করেন রোনাল্ডো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement