Lionel Messi

পদ্মাপারে মেসি, আগামী জুনে বাংলাদেশে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

গত মাসে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই দল বাংলাদেশে আসছে। আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসিও আসছেন। জুন মাসে ঢাকায় আসতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৮:২২
Share:

বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে লিয়োনেল মেসি। —ফাইল চিত্র

বাংলাদেশে আসছেন লিয়োনেল মেসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন জানালেন জুন মাসে ঢাকায় আসতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালাউদ্দিন জানালেন যে, আর্জেন্টিনার বাংলাদেশে আসা এক প্রকার নিশ্চিত। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেগুলি চূড়ান্ত হয়ে গেলেই জুন মাসে আর্জেন্টিনার ঢাকায় আসা নিশ্চিত হয়ে যাবে।

Advertisement

এর আগে কলকাতায় খেলে গিয়েছেন মেসি। সে বার ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন মেসিরা। এ বার বাংলাদেশে গিয়ে আর্জেন্টিনা কোন দেশের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। সালাউদ্দিন বলেন, “আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায় নিশ্চিত। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেগুলো চূড়ান্ত হয়ে গেলে জুন মাসে বাংলাদেশে আসবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। ইতিমধ্যেই সেই স্টেডিয়ামের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কোন দেশের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে তা এখনও ঠিক হয়নি। আমাদের কিছু নাম পাথাবে আর্জেন্টিনা। তার পর ঠিক হবে কোন দেশ খেলবে।”

২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। সে বার ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিলেন তাঁরা। মেসি সেই ম্যাচে গোল করতে না পারলেও তাঁর কর্নার থেকে হেডে গোল করেছিলেন নিকোলাস ওটামেন্ডি। সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ৮৫ হাজার দর্শক। গোল করতে না পারলেও মেসি সেই ম্যাচে মাঠ জুড়ে খেলেছিলেন। তাঁর খেলা মন ভরে উপভোগ করেছিলেন কলকাতার দর্শকরা। এ বার সেই সুযোগ ঢাকার ফুটবল সমর্থকদের জন্য।

Advertisement

কলকাতায় খেলার সময় মেসি যদিও বিশ্বকাপ জেতেননি। এ বার বিশ্বজয়ী মেসিকে দেখতে পারে বাংলাদেশ। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু তার পরেই বদলে যায় মেসিদের খেলা। আর একটিও ম্যাচ না হেরে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ পায় তারা। সেই সময় বাংলাদেশের প্রচুর মানুষকে দেখা যায় আর্জেন্টিনাকে সমর্থন করতে।

বিশ্বকাপ জেতার পরেই যদিও আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। শুরু হয়েছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের। বিশ্বকাপ জেতার পরে উৎসব করার সময় মেসিরা স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, বিশ্বকাপ জেতার পরে স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ভাঙচুর করেন তাঁরা। মেসির নেতৃত্বে গোটা দল নাকি এই অপরাধ করেছে। এ ছাড়া সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকারও দেননি আর্জেন্টিনার ফুটবলাররা। এই অভিযোগ ওঠার পরে তদন্তের নির্দেশ দিয়েছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে আর্জেন্টিনার। সে ক্ষেত্রে হয়তো বেশ কিছু ম্যাচ তাদের না-ও খেলতে দিতে পারে ফিফা। সেই সময় বাংলাদেশের সফর হলে যদিও মেসিকে দেখতে পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement