১২৫তম আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারাল তারা। ২১তম আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। তারা ২০ বার রানার্স হয়েছে। ইস্টবেঙ্গল ২৯টি আইএফএ শিল্ড জিতেছে। এই নিয়ে ১২ বার রানার্স হল তারা। ২২ বছর পর শিল্ড জিতল তারা।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৬
ইস্টবেঙ্গল ৪-৫ মোহনবাগান
গোল মেহতাবের।
Advertisement
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৫
ইস্টবেঙ্গল ৪-৪ মোহনবাগান
গোল হিরোশির।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৪
ইস্টবেঙ্গল ৩-৪ মোহনবাগান
গোল পেত্রাতোসের।
Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৩
ইস্টবেঙ্গল ৩-৩ মোহনবাগান
জয় গুপ্তের শট বাঁচালেন বিশাল।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৩
ইস্টবেঙ্গল ৩-৩ মোহনবাগান
গোল লিস্টনের।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫২
ইস্টবেঙ্গল ৩-২ মোহনবাগান
গোল মহেশের।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫১
ইস্টবেঙ্গল ২-২ মোহনবাগান
গোল মনবীরের।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫১
ইস্টবেঙ্গল ২-১ মোহনবাগান
গোল সিবিলের।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫০
ইস্টবেঙ্গল ১-১ মোহনবাগান
গোল রবসনের।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৯
ইস্টবেঙ্গল ১-০ মোহনবাগান
গোল মিগুয়েলের।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৮
প্রথম শট নেবে ইস্টবেঙ্গল
এগিয়ে এলেন মিগুয়েল।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৭
লড়াই সেয়ানে-সেয়ানে
শট, গোলে শট, কর্নার, বলের পজেশন— প্রায় সবেতেই দুই দলের লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। এখন দেখার টাইব্রেকারে কী হয়।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৫
ইস্টবেঙ্গলের গোলকিপার বদল
টাইব্রেকারের সময় অতিরিক্ত আরও একটি বদল করল ইস্টবেঙ্গল। প্রভসুখনের জায়গায় নামলেন দেবজিৎ মজুমদার।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৪
ফাইনাল টাইব্রেকারে
দুই দলের ফুটবলারেরাই ক্লান্ত হয়ে পড়েছেন। ফলে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে খুব একটা গোলের প্রয়াস দেখা গেল না কোনও দলেরই। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৩৮
১১৫ মিনিট
আবার সুযোগ নষ্ট পেত্রাতোসের। বাঁ দিক থেকে রবসনের পাস পেয়েছিলেন। বাঁ পা দিয়ে শট মারতে গেলেও ঠিকঠাক সংযোগ হল না। সহজেই বল ধরলেন প্রভসুখন।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৩৫
১১৩ মিনিট
বক্সের ভেতরে ডান দিকে ভাল জায়গায় বল পেয়েছিলেন পেত্রাতোস। কিন্তু গোলে রাখতে পারলেন না। কাউকে পাসও দিলেন না।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৩৩
১১১ মিনিট। হলুদ কার্ড মহেশকে
বল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সত্ত্বেও অকারণে আপুইয়াকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন মহেশ।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:২৯
১০৮ মিনিট। হলুদ কার্ড শুভাশিসকে
রাকিপের পাস পেয়ে এগিয়ে যাচ্ছিলেন বিষ্ণু। তাঁকে অবৈধ ভাবে ট্যাকল করে হলুদ কার্ড দেখলেন শুভাশিস।
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:২৮
১০৬ মিনিট
মিগুয়েলের থেকে পাস পেয়ে ডান দিক থেকে শট নিয়েছিলেন হিরোশি। অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেল বল।