গোলের পর লাফ সোবোজ়লাইয়ের। ছবি: রয়টার্স।
মহম্মদ সালাহকে ছাড়াই মিলানে ইন্টারের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়েছিল লিভারপুল। শেষ মুহূর্তের গোলে জিতল তারা। বার্সেলোনা জিতলেও তাঁকে তুলে নেওয়ায় কোচের উপর রাগ দেখালেন লেমিনে ইয়ামাল। অন্য দুই ইংরেজ ক্লাবের মধ্যে টটেনহ্যাম জিতলেও হেরে গেল চেলসি।
লিভারপুল ১-০ জিতেছে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ডোমিনিক সোবোজ়লাইয়ের করা গোলে। বক্সে লিভারপুলের ফ্লোরিয়ান উইর্ৎজ়ের জার্সি আলেসান্দ্রো বাস্তোনি টেনে ধরায় পেনাল্টি দেন রেফারি ফেলিক্স জ়য়ার। তাঁর সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। ইন্টার অধিনায়ক পিয়োতর জ়িয়েলিনস্কি বলেন, “আমরা হতাশ এবং ক্ষুব্ধ। আমরা যথেষ্ট আক্রমণ করতে পারিনি ঠিকই। কিন্তু রেফারি যদি এ রকম পেনাল্টি দেন, তা হলে সব ট্যাকলই পেনাল্টি হবে।” লিভারপুলের খেলোয়াড় অ্যান্ডি রবার্টসনও বলেন, “মনে হয়েছে পেনাল্টির সিদ্ধান্তটা খুব হালকা ভাবে নেওয়া হয়েছে।” চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট হল লিভারপুলের। তারা প্রথম আটে চলে এল।
সালাহকে দলে নেননি লিভারপুলের কোচ আর্নে স্লট। একা একা জিম করার ছবি পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়েছিলেন মিশরের তারকা। তবে লিভারপুল সমর্থকেরা রয়েছেন কোচের পাশেই। মিলানে গিয়ে ম্যাচের আগে এবং পরে স্লটের নামে জয়ধ্বনি দেন তাঁরা। স্লট বলেন, “আমি আপ্লুত। তবে এই জয়ের কৃতিত্ব দলের। কঠিন সময়ে একসঙ্গে লড়াই করলে সব বাধা পেরোনো সম্ভব।”
এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দু’টি গোলই জুলস কুন্ডের। তবে ম্যাচের শেষ দিকে কোচ হান্সি ফ্লিকের উপর রেগে গেলেন লেমিনে ইয়ামাল। ৮৯ মিনিটে তাঁকে তুলে নেওয়ার পর কোচকে উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায় ইয়ামালকে। ডাগআউটে বসেও ফুঁসছিলেন ১৮ বছরের ফুটবলার। এ দিন হলুদ কার্ড দেখায় চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল। ফ্লিক বলেছেন, “ও হলুদ কার্ড দেখেছিল বলে তুলে নিয়েছিলাম। যদি রেগে গিয়ে থাকে তা হলে আমি সেটা বুঝতে পেরেছি এবং খুশি। নিজেও ফুটবলার ছিলাম। জানি মাঠ থেকে তুলে নেওয়া হলে কতটা রাগ লাগে।” ১৮ বছরের ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছেন।
ক্লাবের তারকা সন হিউং মিন ছিলেন গ্যালারিতে। তাঁর সামনেই স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারাল টটেনহ্যাম। ম্যাচের শেষে প্রাক্তন ক্লাবের সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন। ডেভিড জ়িমার আত্মঘাতী গোল এবং মহম্মদ কুদুস ও জ়াভি সিমন্সের পেনাল্টি গোলে জিতেছে টটেনহ্যাম। এ দিকে, পিছিয়ে পড়েও আটালান্টা ২-১ হারিয়েছে চেলসিকে। জোয়াও পেদ্রো চেলসিকে এগিয়ে দিলেও জিয়ানলুকা স্কামাচ্চা এবং চার্লস দে কেতেলায়েরে আটালান্টার হয়ে গোল করেন।