লক্ষ্য: ওজন কমিয়ে ছন্দে ফিরতে মরিয়া দিমিত্রি। ছবি: মোহনবাগান এক্স।
অবশেষে স্বস্তি মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে। ভিসা-সমস্যা কাটিয়ে মঙ্গলবার গভীর রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন নতুন কোচ সের্খিয়ো লোবেরা। এক দিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার থেকে যুবভারতীতে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পরে হোসে ফ্রান্সিসকো মলিনা ব্যর্থতার জন্য দল পরিচালন সমিতিকে দায়ী করেছিলেন। দাবি করেছিলেন, ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে তাঁর কোনও স্বাধীনতা ছিল না। এর পরেই মলিনাকে সরিয়ে লোবেরা-র হাতে দলের দায়িত্ব তুলে দেন মোহনবাগান কর্তৃপক্ষ। কিন্তু ভিসা না পাওয়ায় এত দিন স্পেনেই আটকে ছিলেন তিনি। সহকারী কোচের অধীনেই অনুশীলন করছিলেন জেমি ম্যাকলারেনরা।
মোহনবাগান সমর্থকদের স্বস্তি ফিরছে দিমিত্রি পেত্রাতসকে নিয়েও। চলতি মরসুমে একেবারেই ছন্দে নেই তিনি। ওজনও অনেক বেড়ে গিয়েছিল তাঁর। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দেওয়া অস্ট্রেলীয় তারকাকে দেখে অনেকেই চমকে গিয়েছেন। বাড়তি ওজন ঝরিয়ে ফেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া দিমিত্রি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে