UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে দু’গোলে পিছিয়ে পড়েও জিতল সিটি, জয় বার্সেলোনারও, ড্র প্যারিসের

চ্যাম্পিয়ন্স লিগে নেমেই ছন্দে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। দু’গোলে পিছিয়ে পড়েও হারিয়ে দিল আরবি লাইপজ়িগকে। জিতেছে বার্সেলোনাও। ড্র করেছে পিএসজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১০:৩৯
Share:

গোলের পর সিলভার সঙ্গে উচ্ছ্বাস ফোডেনের (ডান দিকে)। ছবি: রয়টার্স।

কিছু দিন আগেই ইপিএলে লিভারপুলের কাছে আটকে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নেমেই ছন্দে ফিরল তারা। দু’গোলে পিছিয়ে পড়েও হারিয়ে দিল আরবি লাইপজ়িগকে। মঙ্গলবার গভীর রাতের ম্যাচের সিটি জিতেছে ৩-২ গোলে। তবে আটকে গিয়েছে প্যারিস সঁ জরমঁ এবং এসি মিলান।

Advertisement

সিটির জয়ে নায়ক ফিল ফোডেন। একটি গোল করলেন, দু’টি গোল করালেন। দ্বিতীয়ার্ধে তাঁর পারফরম্যান্সই নজর কেড়ে নিল। গ্রুপে শীর্ষে থেকে সিটির পরের রাউন্ডে যাওয়া পাকা। ১৩ এবং ৩৩ মিনিটে লোইস ওপেন্ডার জোড়া গোলে ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে তারা। ফোডেন প্রথমে ৫৪ মিনিটে আর্লিং হালান্ডকে দিয়ে গোল করান। এর পর ৭০ মিনিটে নিজে গোল করেন। শেষ দিকে ফোডেনের পাস থেকে জয়সূচক গোল ইউলিয়ান আলভারেসের।

বার্সেলোনা ঘরের মাঠে নেমেছিল পোর্তোর বিরুদ্ধে। ৩০ মিনিটে পোর্তোকে এগিয়ে দেন পেপে। দু’মিনিট পরেই অবশ্য সমতা ফেরায় বার্সেলোনা। গোল করেন হোয়াও ক্যানসেলো। ৫৭ মিনিটে জয়সূচক গোল হোয়াও ফেলিক্সের।

Advertisement

ঘরের মাঠে অল্পের জন্যে হার বাঁচিয়েছে প্যারিস সঁ জরমঁ। গোলকিপারের ভুলে নিউক্যাসলকে এগিয়ে দিয়েছিলেন আলেকাজ়ান্ডার ইসাক। পিএসজি একের পর এক সুযোগ নষ্ট করেছে। সমতা ফেরাতে পারেনি। ঘরের মাঠে হারের লজ্জা থেকে তাদের বাঁচান কিলিয়ান এমবাপে। সংযুক্তি সময়ে বল নিউক্যাসলের টিনো লিভ্রামেন্টোর হাতে লাগে। পেনাল্টি থেকে গোল এমবাপের।

সান সিরোয় হেরে গিয়েছে এসি মিলান। ডর্টমুন্ডকে এগিয়ে দিয়েছিলেন মার্কো রিউস। মিলানের অলিভিয়ের জিহু পেনাল্টি নষ্ট করেন। প্রথমার্ধের শেষ দিকে স্যামুয়েল চুকুয়েজে সমতা ফেরালেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে জেমি বাইনো-গিটেন্স এবং করিম আদেয়েমির গোলে জিতে যায় ডর্টমুন্ড। এটাই চ্যাম্পিয়ন্স লিগে ‘গ্রুপ অফ ডেথ’। কোন দু’টি দল পরের রাউন্ডে যাবে তা এখনও নিশ্চিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন