Europa League

ইউরোপা লিগের ফাইনালে ম্যান ইউ বনাম টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মরসুমে দুই দলই চূড়ান্ত ব্যর্থ। ম্যান ইউ রয়েছে পয়েন্ট টেবলের ১৫তম স্থানে। এক ধাপ পিছনে টটেনহ্যাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৮:০১
Share:

লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। —প্রতীকী চিত্র।

অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ (দুই পর্ব মিলিয়ে ৭-১) চূর্ণ করে ইউরোপা লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের আর এক ক্লাব টটেনহ্যাম হটস্পারও ফাইনালে উঠল বোডো/গ্লিমটকে ২-০ (দুই পর্ব মিলিয়ে ৫-১) হারিয়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এই মরসুমে দুই দলই চূড়ান্ত ব্যর্থ। ম্যান ইউ রয়েছে পয়েন্ট টেবলের ১৫তম স্থানে। এক ধাপ পিছনে টটেনহ্যাম। ঘুরে দাঁড়ানোর জন্য ইউরোপা লিগকে বেছে নিয়েছিল দুই ক্লাব। শেষ চারের প্রথম পর্বে ৩-০ জিতেছিল ম্যান ইউ। কিন্তু বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩১ মিনিটে মিকেল জারুগেজ়ারের গোলে পিছিয়ে পড়েন ব্রুনো ফার্নান্দেসরা। ৭২ মিনিটে সমতা ফেরান মেসন মাউন্ট। সাত মিনিটের মধ্যেই ২-১ করেন কাসিমেরো। ৮৫ মিনিটে ৩-১ করেন রাসমাস হোয়লান্ড। সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে ৪-১ করেন মাউন্ট।

টটেনহ্যামও শেষ চারের প্রথম পর্বে ৩–১ জিতেছিল। বৃহস্পতিবার ৬৩ মিনিটে ১-০ করেন ডমিনিক সোলাঙ্কি। ছ’মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান পেদ্রো পোরো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন