English Premier League

আবার হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, জিতল লিভারপুল, প্রিমিয়ার লিগ জয়ের পথে সালাহ্‌রা

ক্রমশ পিছিয়ে পড়ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ বার টটেনহ্যাম হটস্পারের কাছে হারল তারা। ম্যান ইউ হারলেও জয়ে ফিরল লিভারপুল। প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও এগোল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১
Share:

গোলের পর উল্লাস লিভারপুলের মো সালাহ্‌র। ছবি: রয়টার্স।

সময়টা ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। পর পর দু’ম্যাচ হারল তারা। এ বার হার টটেনহ্যাম হটস্পারের কাছে। ম্যান ইউ হারলেও জয়ে ফিরল লিভারপুল। উলভসকে হারিয়ে প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও এগোলেন মহম্মদ সালাহ্‌রা।

Advertisement

ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোল করেন টটেনহ্যামের জেমস ম্যাডিসন। সেই গোল আর শোধ করতে পারেনি ম্যান ইউ। তাদের খেলা দেখে পরিষ্কার, আত্মবিশ্বাসে কতটা ঘাটতি রয়েছে ফুটবলারদের। খেলার ইচ্ছাই যেন নেই তাঁদের। তার ফলে একের পর এক ম্যাচ হারছে দল।

এই ম্যাচের পর ১৫ নম্বরে নেমে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। অবনমন থেকে মাত্র তিন ধাপ উপরে রয়েছে তারা। অন্য দিকে ম্যান ইউকে হারিয়ে ১২ নম্বরে উঠেছে টটেনহ্যাম। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের।

Advertisement

আগের ম্যাচ ড্র করলেও উলভসের বিরুদ্ধে জয়ে ফিরেছে লিভারপুল। তাদের হয়ে গোল করেন লুই দিয়াজ় ও মো সালাহ্‌। ১৫ মিনিটের মাথায় দিয়াজ় গোল করেন। ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় লিভারপুল। গোল করতে ভুল করেননি সালাহ্‌। ৬৭ মিনিটের মাথায় মাথেউস কুনহা এক গোল শোধ করলেও লিভারপুলের জয় আটকায়নি।

এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সকলের উপরে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৩। অর্থাৎ, সাত পয়েন্ট এগিয়ে লিভারপুল। বাকি আর ১৩টি ম্যাচ। প্রিমিয়ার লিগ জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে লিভারপুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement