Arne Slott- Mohamed Salah

‘বিদ্রোহী’ সালাহকে দলে ফেরালেন স্লট

লিভারপুলের সাফল্যের অন্যতম কারিগর সালাহ চলতি মরসুমে একেবারেই ছন্দে নেই। ১৯ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। ইপিএলের শেষ তিনটি ম্যাচেই সালাহকে প্রথম একাদশে রাখেননি স্লট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৬
Share:

সংঘাত: সালাহ বনাম স্লট বিবাদে অগ্নিগর্ভ লিভারপুল। — ফাইল চিত্র।

মহম্মদ সালাহ- আর্নে স্লট দ্বৈরথের কি সমাপ্তি হবে? ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। চেলসি খেলবে এভার্টনের বিরুদ্ধে। সব কিছু ছাপিয়ে চর্চায় লিভারপুলের অন্দরমহলের অশান্তি। তবে ব্রাইটনের বিরুদ্ধে সালাহকে দলে ফেরানো হয়েছে।

লিভারপুলের সাফল্যের অন্যতম কারিগর সালাহ চলতি মরসুমে একেবারেই ছন্দে নেই। ১৯ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। ইপিএলের শেষ তিনটি ম্যাচেই সালাহকে প্রথম একাদশে রাখেননি স্লট। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন। ম্যাচের পরে ক্ষুব্ধ সালাহ বলেছিলেন, ‘‘মনে হচ্ছে, ক্লাব যেন আমাকে বাসের নীচে ফেলে দিয়েছে। লিভারপুলে এই প্রথম টানা তিন ম্যাচে রিজ়ার্ভ বেঞ্চে বসতে হয়েছে। আমি অত্যন্ত হতাশ। আসলে এক জন (আর্নে স্লট) চায় না আমি এই ক্লাবে খেলি।’’ সালাহ-র লিভারপুলে ভবিষ্যৎ প্রসঙ্গে স্লটের উত্তর ছিল, ‘‘লিভারপুলের হয়ে ও শেষ ম্যাচ খেলে ফেলেছে কি না, আমি বলতে পারব না।’’ এর পরেই চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইটালিগামী দলে সালাহকে রাখেননি স্লট।

সালাহ-কে ছাড়া ইন্টার মিলানের বিরুদ্ধে লিভারপুলের দুরন্ত জয়ের পরে পরিস্থিতি কিছুটা বদলেছে। স্লট জানিয়েছিলেন, সালাহ-র সঙ্গে কথা বলতে চান। হয়তো সালাহর সঙ্গে কথা বলেই স্লট তাঁকে ব্রাইটনের বিরুদ্ধে দলে রেখেছেন। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘সালাহ-র সঙ্গে আমার কথা হবে।’’ মনে করা হচ্ছে ক্লাবের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্লট। এ বারে দেখার মিশরীয় তারকা ম‌্যাচে কী প্রভাব ফেলতে পারেন।

অন‌্য দিকে চেলসি এভার্টনকে হারাতে পারলে তারা ইপিএলের পয়েন্ট তালিকায় চারে উঠে আসবে।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে: চেলসি বনাম এভার্টন (রাত, ৮.৩০)। স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন