এখনও জয়ের মুখ দেখল না মহমেডান স্পোর্টিং ক্লাব। —ফাইল চিত্র।
তিন ম্যাচ হয়ে গেলেও কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এখনও জয়ের মুখ দেখল না মহমেডান স্পোর্টিং ক্লাব। পরপর দু’ম্যাচে হারতে হল লালথানকিমাদের। বৃহস্পতিবার খিদিরপুরের নওবা মেইতেইয়ের হ্যাটট্রিকের সৌজন্যে ২-৩ গোলে পরাস্ত হল মহমেডান।
প্রথমার্ধে ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে খিদিরপুরকে এগিয়ে দেন নওবা। ৮২ মিনিটে আদিসন সিংহের গোলে সমতায় ফেরে মহমেডান। শেষ পর্যন্ত সাদা-কালো সমর্থকদের আশায় জল ঢেলে দেন নওবা।
লিগের অন্য ম্যাচে ভবনীপুর এফসি ৩-০ গোলে হারিয়েছে উয়াড়িকে। রেনবো ৩-০ গোলে জয় পেয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে