IFA

কলকাতা লিগে একই গ্রুপে দুই প্রধান

মরসুমের লিগের জন্য বুধবার ঘটা করে ড্র সেরে ফেলল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ! কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে একই গ্রুপে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ০৮:০৬
Share:

‘এ’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত বছরের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের নিষ্পত্তি এখনও হল না। অথচ নতুন মরসুমের লিগের জন্য বুধবার ঘটা করে ড্র সেরে ফেলল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ! কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে একই গ্রুপে।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে মোট ২৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ১৩টি দল রয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ‘বি’ গ্রুপে রাখা হয়েছে মহমেডান স্পোর্টিংকে। প্রতিটি দল ১২টি করে ম্যাচ খেলবে। দু’টি গ্রুপে পয়েন্ট টেবলের প্রথম ছ’টি দল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৫ জুন প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ শুরু হওয়ার কথা। পুজোর আগেই লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। প্রশ্ন উঠছে, ২০২৪-এর প্রিমিয়ার ডিভিশন কবে শেষ হবে? আইএফএ কর্তাদের উত্তর, আদালতের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে গত বছরের প্রিমিয়ার ডিভিশনের ভবিষ্যৎ।

গ্রুপ এ: ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসারার্স, কালীঘাট এসএলএ, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস, জর্জ টেলিগ্রাফ, কলকাতা কাস্টমস, কালীঘাট এমএস, পাঠচক্র, আর্মি (লাল) ও পুলিশ এসি।

গ্রুপ বি: মহমেডান, ডায়মন্ড হারবার এফসি, শ্রীভূমি এসসি, কলকাতা পুলিশ, উয়ারি, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর এসসি, রেনবো, এরিয়ান, খিদিরপুর, ইউনাইটেড কলকাতা, সাদার্ন সমিতিও পিয়ারলেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন