ISL 2024-25

গ্রেগের বিকল্প হয়তো দিমি, ইঙ্গিত মলিনার

রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে কিন্তু পথ হারাতে একেবারেই রাজি নন মোহনবাগান কোচ হোসে মলিনা। এ দিন বেশিক্ষণ অনুশীলন হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৯:১০
Share:

মোহনবাগান কোচ হোসে মলিনা। —ফাইল চিত্র।

ছটপুজো উপলক্ষ‌্যে বৃহস্পতিবার ধর্মতলা থেকে বাবুঘাট পর্যন্ত রাস্তায় বাঁশের ব‌্যারিকেড, গার্ডরেল দিয়ে রেখেছিল পুলিশ। আর তাতেই মোহনবাগান মাঠে প্রবেশ করতে গিয়ে পথ হারালো দিমিত্রি পেত্রাতস, জেমি ম‌্যাকলারেন, নুনো রেইসদের গাড়ি।

তবে রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে কিন্তু পথ হারাতে একেবারেই রাজি নন মোহনবাগান কোচ হোসে মলিনা। এ দিন বেশিক্ষণ অনুশীলন হয়নি। তবে সবুজ-মেরুন সমর্থকদের চিন্তায় রাখবে মাঝমাঠের প্রাণভ্রমরা গ্রেগ স্টুয়ার্টের অনুশীলন না করা। এ দিন থেকেই অনুশীলন করার কথা থাকলেও শারীরিক কসরতের পরে সাইডলাইনে রিহ‌্যাব করলেন স্কটিশ তারকা। ফিজ়িয়োর সঙ্গে অনেকটা সময় কাটালেন। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে পারেননি আপুইয়া। ওড়িশা ম‌্যাচে হয়তো তিনি দীপক টাংরির জায়গায় শুরু করবেন।

গত তিন ম‌্যাচে মোহনবাগানের রক্ষণ একটিও গোল না খাওয়ায় ফুরফুরে মেজাজেই রয়েছেন মলিনা। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, গ্রেগের পরিবর্ত হিসেবে ইতিমধ‌্যেই দিমিত্রি পেত্রাতসকে তৈরি রাখা হয়েছে। তাই গ্রেগকে নিয়ে অযথা ঝুঁকি নেওয়া হবে না। হয়তো পরিবর্ত হিসেবে নামতে পারেন তিনি।

এ দিকে কেরল ব্লাস্টার্সকে ১-২ ফলে হারিয়ে আইএসএলে দ্বিতীয় জয় পেল হায়দরাবাদ এফসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন