জেসন কামিংস এবং সুনীল ছেত্রী। —ফাইল চিত্র।
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে যুবভারতীতেই ফাইনাল খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সবুজ-মেরুন জেতার সঙ্গে সঙ্গেই তা নিশ্চিত হয়ে গিয়েছিল। মঙ্গলবার সরকারি ভাবে ঘোষণা করলেন আইএসএল কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী, আইএসএল কাপ ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুই দলের মধ্যে লিগে যে দল এগিয়ে থাকবে, সেই দলের ঘরের মাঠে ফাইনাল হবে। আইএসএল লিগ জিতেছে মোহনবাগান। তারাই ফাইনালে উঠেছে। ফলে আইএসএল কাপের ফাইনাল মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতীতে।
এ বারের আইএসএলে ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য সবুজ-মেরুন। সোমবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে তারা যুবভারতীতেই ২-০ গোলে হারিয়ে দেয় জামশেদপুরকে। শেষ মুহূর্তে আপুইয়ার গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান। ফাইনালও ঘরের মাঠে হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাবে সবুজ-মেরুন। ঘরের মাঠে খেলা মানেই মোহনবাগানের চেনা পরিবেশ এবং মাঠভর্তি সমর্থক। লিগ জয়ের পর ঘরের মাঠে কাপ জিততেও মরিয়া হোসে মোলিনার দল।
১২ এপ্রিল, শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান এবং বেঙ্গালুরু। এর আগে মুম্বই সিটি একই বছরে লিগ এবং কাপ জিতেছিল। মোহনবাগান এ বারে সেই কীর্তি গড়তে চাইবে।