Mohun Bagan Trasnfer Ban

দেশি ফুটবলার সই করাতে পারবে না মোহনবাগান! নির্দেশ ফিফার, কবে মিটবে সমস্যা

আচমকাই ফুটবলার সই করানো থেকে নির্বাসিত মোহনবাগান। ফিফার নির্দেশে আপাতত দেশের কোনও ফুটবলার সই করাতে পারবে না তারা। টেকনিক্যাল কিছু সমস্যার কারণেই এই নির্বাসন। এক সপ্তাহের মধ্যে সেটি উঠে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৬:৫৭
Share:

মোহনবাগান দল। — ফাইল চিত্র।

আচমকাই ফুটবলার সই করানো থেকে নির্বাসিত মোহনবাগান। আপাতত দেশের কোনও ফুটবলার সই করাতে পারবে না তারা। সোমবার ফিফার এই নির্দেশিকা পৌঁছেছে মোহনবাগানে। সূত্রের খবর, টেকনিক্যাল কিছু সমস্যার কারণেই এই নির্বাসন। এক সপ্তাহের মধ্যে সেই নির্বাসন উঠে যাওয়ার আশা দেখছে তারা।

Advertisement

ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ)। তাদের তরফে মোহনবাগানকে নির্বাসিত করার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

অস্ট্রেলীয় ফুটবলার জেসন কামিংসের জন্যই এই সমস্যা বলে সূত্রের খবর। তাঁকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে ট্রান্সফার ফি-তে সই করানো হয়েছিল। সেই চুক্তিতে ‘ট্রেনিং কমপেনসেশন ফি’ দেওয়ার কথা মোহনবাগানের। অর্থাৎ চুক্তি অনুযায়ী, যে বিদেশি ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান, তাঁর পুরনো ক্লাব থেকে অ্যাকাডেমিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। সেই অর্থ জমা না পড়ায় ফিফায় অভিযোগ জানায় সেই ক্লাব। তার ভিত্তিতেই মোহনবাগানকে খেলোয়াড় সই করানো থেকে নির্বাসিত করা হয়েছে।

Advertisement

প্রথম বার ‘ট্রেনিং কমপেনসেশন ফি’ দিতে পারেনি মোহনবাগান। তবে পরের বছরই মোহনবাগানের তরফে ফিফা ক্লিয়ারিং হাউসে আবেদন করে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। ফিফার তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। তার পর আরও দু’বার ফিফার কাছে মোহনবাগান জানতে চেয়েছিল, এই টাকা কী ভাবে মেটানো হবে। সেটিও বিফলে যায়।

নির্বাসনের খবর পাওয়ার পরেই মোহনবাগানের তরফে ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের গোটা বিষয়টি জানানো হয়েছে। দ্রুত এই নির্বাসন তুলে নেওয়া হবে বলে সূত্রের খবর। মোহনবাগানকে ক্ষতিপূরণ হিসাবে ১০-১৫ লাখ টাকা দিতে হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement