ISL 2024-25

সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? ঠিক হয়ে গেল সবুজ-মেরুনের প্রতিপক্ষ

আইএসএলের পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল মোহনবাগান। এত দিন জানত না কাদের বিরুদ্ধে খেলতে হবে। সেই প্রতিপক্ষ ঠিক হয়ে গেল রবিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২২:০৬
Share:

লিগ-শিল্ড জয়ী মোহনবাগান দল। ছবি: সংগৃহীত।

আইএসএলের পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল মোহনবাগান। এত দিন জানত না কাদের বিরুদ্ধে খেলতে হবে। সেই প্রতিপক্ষ ঠিক হয়ে গেল রবিবার। নর্থইস্ট ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল জামশেদপুর। খালিদ জামিলের দল জিতল ২-০ গোলে। স্টিফেন এজে এবং জ়াভি হার্নান্দেস গোল করলেন।

Advertisement

শুরুটা ভালই হয় জামশেদপুরের। ২৯ মিনিটে আশুতোষ মেহতার লম্বা থ্রো থেকে নর্থইস্টের বক্সে বল পেয়েছিলেন এজে। দ্রুত জায়গা করে নিয়ে জোরালো শটে গোল করেন তিনি। এর পরেই দূরপাল্লার শট নিয়েছিলেন মহম্মদ সানান। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল নর্থইস্ট। বুয়ানথাংলুন সামতে একাই বল ধরে এগিয়ে গিয়েছিলেন জামশেদপুর বক্সে। কোনও মতে সেই প্রয়াস বাঁচান আলবিনো গোমস। তার কিছু ক্ষণ পরেই সামতে বল বাড়িয়েছিলেন ম্যাকার্টন নিকসনের উদ্দেশে। সেখান থেকে পাস পেয়েছিলেন জিতিন এমএস। তবে জিতিনের শট গোলের ধারেকাছেও ছিল না।

Advertisement

খেলার শেষ পর্বে আক্রমণ বাড়ায় জামশেদপুর। ৮৩ মিনিটের মাথায় নর্থইস্টের আশির আখতারকে কাটিয়ে জেভিয়ার সিভেরিয়োকে বল বাড়িয়েছিলেন জর্ডান মারে। সিভেরিয়োর শট অল্পের জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়। খেলা শেষের দু’মিনিট আগে ধাক্কা খায় জামশেদপুর। খারাপ ট্যাকল করে লাল কার্ড দেখেন মোবাশির রহমান।

সেই সুযোগও কাজে লাগাতে পারেনি নর্থইস্ট। উল্টে দ্বিতীয় গোল করে জামশেদপুর। ঋত্বিক দাসের সঙ্গে পাস খেলে নিয়ে গোল করেন জ়‌াভি।

৩ এপ্রিল জামশেদপুরের মাঠে প্রথম পর্বে খেলবে মোহনবাগান। ৭ এপ্রিল দ্বিতীয় পর্বের খেলা কলকাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement