মহড়া: ডুরান্ড কাপের প্রস্তুতিতে অভিষেক সিংহের সঙ্গে সুহেল বাট। মহমেডানের ভরসা সজল বাগ। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক, মহমেডান।
সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ চূর্ণ করে ডুরান্ড কাপে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বিতে মশালবাহিনীর বিরুদ্ধে ২-৩ গোলে হারের যন্ত্রণা। তার উপরে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে বিদেশিহীন মহমেডান স্পোর্টিংয়ের দুরন্ত লড়াই করে হার। ঐতিহ্যশালী এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করার আগে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বাস্তব রায় খুব একটা স্বস্তিতে নেই।
নিউ টাউনে বুধবার বিকেলে অনুশীলন শুরুর আগে সাংবাদিক বৈঠকে বাস্তব খোলাখুলি বললেন, ‘‘মহমেডানের শক্তি তারুণ্য। ওরা একটা দল হিসেবে খেলছে। কোনও ফুটবলারের উপরে নির্ভরশীল নয়। যা খুবই বিপজ্জনক। তা ছাড়া মহমেডানের একটা খেলা হয়ে গিয়েছে। আমরা প্রথম ম্যাচ খেলতে নামব। তাই আমাদের বেশি পরিশ্রম করতে হবে জেতার জন্য।’’ যোগ করেছেন, ‘‘মহমেডান আগের ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। মোহনবাগানের বিরুদ্ধে আরও উজ্জীবিত হয়ে খেলবে।’’
মহমেডানের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রবল সমস্যায় পড়েছিল তারকাখচিত ডায়মন্ড হারবার এফসি। ৩৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল সাদা-কালো শিবির। কিন্তু রক্ষণের ভুলে সংযুক্ত সময়ে গোল খেয়ে ১-২ হেরে গিয়েছিল। মোহনবাগানের বিরুদ্ধেও যে আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, গোপন করেননি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তাঁর কথায়, ‘‘মোহনবাগান শক্তিশালী দল। কঠিন লড়াই অপেক্ষা করছে। তবে ছেলেরা উজ্জীবিত হয়ে রয়েছে। দুর্ভাগ্যবশত আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে গিয়েছিলাম। খেলায় কিছু ভুলভ্রান্তিও ছিল। মোহনবাগানের বিরুদ্ধে তার পুনরাবৃত্তি চাই না।’’
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানও বিদেশীহীন। নেই প্রধান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনাও। ১ অগস্ট তাঁর কলকাতায় ফেরার কথা। তবে লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, অভিষেক সিংহ-সহ ভারতীয় তারকারা রয়েছেন। কিন্তু সবুজ-মেরুন শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে মনবীর সিংহের চোট। প্রস্তুতি ম্যাচে পায়ের পেশিতে আঘাত পেয়েছিলেন তিনি। বুধবার দলের সঙ্গে অনুশীলন করলেও বাস্তব বললেন, ‘‘মনবীরের পেশিতে চোট রয়েছে। ও খেলবে কি না, বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত নেব। মনবীরকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না।’’
চোটের কারণে রক্ষণের অন্যতম প্রধান ভরসা শুভাশিস বসু ছিটকে গেলেও খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই মোহনবাগান কোচের। কারণ, অভিষেক রয়েছেন। সবুজ-মেরুন জার্সিতে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন পঞ্জাব এফসি ছেড়ে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাবে যোগ দেওয়া ডিফেন্ডার।
গত মরসুমে আইএসএলে মোহনবাগানের দ্বিমুকুট জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন দুই ডিফেন্ডার টম আলড্রেড ও আলবার্তো রদ্রিগেস। রক্ষণে তাঁদের না থাকা কতটা চিন্তায়? ডুরান্ড কাপে মোহনবাগানের অধিনায়ক গোলরক্ষক বিশাল কেথ বলছেন, ‘‘টম ও আলবার্তোর মান আলাদা। তবে দীপেন্দু ও দীপক আছে। গত দুই-তিন বছর ধরেই আমরা একসঙ্গে খেলছি। তাই টম ও আলবার্তোর অনুপস্থিতিতে কোনও সমস্যা হবে বলে মনে হয় না।’’ এ দিকে ডুরান্ড কাপে বুধবার দু’টি ম্যাচই ড্র হল। ট্রাউ বনাম নেরোকা ম্যাচের ফল ১-১। নামধারী এফসি বনাম সাউথ ইউনাইটেড শেষ হয় গোলশূন্য ভাবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে