India vs Pakistan

ছোটদের ভারত-পাক ফুটবলেও উচ্ছ্বাস-বিতর্ক! রউফকে নকল পাকিস্তানের ফুটবলারের, শেষে হার ভারতের কাছে

এশিয়া কাপে ইতিমধ্যেই দু’বার পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। এ বার ফুটবলেও জিতল তারা। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। তবে ম্যাচ ছাপিয়ে উচ্ছ্বাস-বিতর্ক দেখা গেল ফুটবলেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩
Share:

গোলের পর ভারতের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে ইতিমধ্যেই দু’বার পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। এ বার ফুটবলেও জিতল তারা। সোমবার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। দাল্লুমুয়ান গাংতে, গুনলেবা ওয়াংকেরাকপাম এবং রাহান আহমেদের গোলে জিতেছে ভারত। প্রতিযোগিতার সেমিফাইনালেও উঠেছে তারা। তবে ম্যাচ ছাপিয়ে উচ্ছ্বাস-বিতর্ক দেখা গেল ফুটবলেও। পাক ক্রিকেটার হ্যারিস রউফের কায়দায় উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে এক পাক ফুটবলারকে।

Advertisement

৩১ মিনিটে গাংতের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধ শেষের আগে সমতা ফেরায় পাকিস্তান। পেনাল্টি থেকে গোল করে মহম্মদ আবদুল্লাহ। এর পরেই অভিনব কায়দায় উচ্ছ্বাস করে সে। কর্নারের দিকে ছুটে গিয়ে মাটিতে বসে চা পান করার ভঙ্গিতে উৎসব করে। সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেখানেই থামেনি আবদুল্লাহ। উঠে দাঁড়ানোর পর হাত দিয়ে প্লেন ভেঙে পড়ার কায়দায় উচ্ছ্বাস করে সে, যা দেখা গিয়েছিল রবিবার রউফের ফিল্ডিংয়ের সময়েও।

অনেকেই প্রথম ঘটনার সঙ্গে তুলনা করেছেন ২০১৯-এর একটি ঘটনাকে। সে বছর জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। ভারত পাল্টা বালাকোটে হামলা করে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। তবে পাকিস্তানের সেনার হাতে ধরা পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সে সময় একটি ভিডিয়ো প্রকাশ করেছিল পাকিস্তান, যেখানে বর্তমানকে দেখা গিয়েছিল চা খেতে। পাকিস্তানের চায়ের প্রশংসাও করেন তিনি।

Advertisement

দ্বিতীয় উচ্ছ্বাসটি মনে পড়িয়ে দিয়েছে রউফকে। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি।

পাকিস্তানের যুব ফুটবলারের জোড়া উচ্ছ্বাস শেষ পর্যন্ত ব্যুমেরাং হয়েছে। দ্বিতীয়ার্ধে টান টান ম্যাচ হয়। দু’দলই গোল করার জন্য মরিয়া ছিল। ৬৩ মিনিটে ওয়াংকেইরাকপাম গোল করে ভারতকে এগিয়ে দেয়। আবার সমতা ফেরায় পাকিস্তান। গোল করে হামজ়া ইয়াসির। ৭৩ মিনিটে আহমেদ ভারতকে এগিয়ে দেয়। সেই গোল আর শোধ করতে পারেনি পাকিস্তান।

অনূর্ধ্ব-১৭ সাফে ইতিমধ্যেই মলদ্বীপকে ৬-০ এবং ভুটানকে ১-০ হারিয়েছে ভারত। সেমিফাইনালে তারা খেলবে নেপালের বিরুদ্ধে। পাকিস্তানও সেমিফাইনালে উঠেছে। তারা খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement