Kylian Mbappé

ফাইনালে চেলসি, বুধবার এমবাপে বনাম পিএসজি

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করতে পারেননি এমবাপে। ফরাসি তারকা রিয়ালে যোগ দেওয়ার পরে ইউরোপ সেরা হয় প্যারিসের ক্লাব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৬:৫৪
Share:

মরিয়া: পুরনো ক্লাব পিএসজি-র বিরুদ্ধে পরীক্ষা এমবাপের। ছবি: রয়টার্স ।

ক্লাব বিশ্বকাপের শেষ চারে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ নয়, প্যারিস সঁ জরমঁ-এর আসল লড়াই যেন কিলিয়ান এমবাপের বিরুদ্ধে! ২০১৭ সাল থেকে টানা সাত বছর প্যারিসের ক্লাবে ছিলেন ফরাসি তারকা। রিয়াল গত বছর পিএসজি থেকে এমবাপেকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। পুরনো ক্লাবের বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগে মামলা করেছেন ফরাসি তারকা। এখানেই শেষ নয়। পিএসজি-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগে আদালতের দ্বারস্থও হয়েছিলেন তিনি। নিউ ইয়র্কে বুধবার রাতে রিয়ালের জার্সিতে প্রথমবার পিএসজি-র বিরুদ্ধে নামছেন এমবাপে। তিনি কি পারবেন দলকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতে?

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করতে পারেননি এমবাপে। ফরাসি তারকা রিয়ালে যোগ দেওয়ার পরে ইউরোপ সেরা হয় প্যারিসের ক্লাব। বায়ার্ন মিউনিখকে ২-০ হারিয়ে শেষ চারে ওঠা পিএসজি-র সামনে এ বার ক্লাব বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের হাতছানি। রিয়াল শেষ চারে পৌঁছেছে রুদ্ধশ্বাস ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ হারিয়ে। পরিবর্ত হিসেবে নেমে একটি গোল করে এমবাপে বুঝিয়ে দিয়েছেন, সেমিফাইনালের জন্য তৈরি। পিএসজি কি পারবে রিয়াল স্ট্রাইকারকে আটকাতে?

ক্লাব বিশ্বকাপের শেষ চারে রিয়ালের বিরুদ্ধে দ্বৈরথের আগে পিএসজি ম্যানেজার লুইস এনরিকে দাবি করলেন এমবাপেকে নিয়ে একেবারেই ভাবছেন না। তাঁর কথায়, ‘‘প্রতিপক্ষ কে তা নিয়ে একেবারেই ভাবছি না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলে ম্যাচ জিতে ফাইনালে ওঠা।’’

অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে একটি ম্যাচেও খেলতে পারেননি এমবাপে। যদিও তাঁর অভাব বুঝতে দেননি গন্সালো গার্সিয়া। শেষ ষোলোয় জুভেন্টাসের বিরুদ্ধে ৬৮ মিনিটে মাঠে নেমেছিলেন এমবাপে। শেষ আটে বরুসিয়ার বিরুদ্ধে জুড বেলিংহামের পরিবর্তে রিয়াল ম্যানেজার জাবি আলন্সো তাঁকে মাঠে নামিয়েছিলেন ৬৭ মিনিটে। সংযুক্ত সময়ে গোল করেন ফরাসি তারকা। পিএসজি-র বিরুদ্ধে কি শুরু থেকে দেখা যাবে এমবাপেকে? সতর্ক রিয়াল ম্যানেজার বললেন, ‘‘এমবাপে এখনও ১০০ শতাংশ ফিট নয়। তবে প্রত্যেক দিনই উন্নতি করছে।’’

এ দিকে, মঙ্গলবার সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারাল চেলসি। জয়ের নায়ক জোয়াও পেদ্রো। ১৮ ও ৫৬ মিনিটে তাঁর জোড়া গোলে ফাইনালে ওঠা নিশ্চিত করে ইংল্যান্ডের ক্লাব।

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল: পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ (রাত ১২.৩০, ডিএজ়েএন)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন