UEFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বি, সহজ প্রতিপক্ষ বার্সেলোনা, আর্সেনালের

দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছে তারা। সেই রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ এ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২
Share:

চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। ছবি: রয়টার্স।

দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছে তারা। সেই রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ এ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে। শুক্রবার প্রি-কোয়ার্টার ফাইনালের ড্র হয়েছে। সেখানেই মুখোমুখি মাদ্রিদের দুই ক্লাব। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল।

Advertisement

ম্যাঞ্চেস্টার সিটিকে প্লে-অফে ৬-৩ হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেছে রিয়াল। আতলেতিকো প্রথম আটে থাকা দল হিসাবে সরাসরি প্রি-কোয়ার্টারে খেলবে। বায়ার্ন মিউনিখ খেলবে তাদের দেশেরই ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে। গত বছর এই লেভারকুসেনের কাছেই ঘরোয়া লিগ খুইয়েছিল বায়ার্ন। এ বারের ঘরোয়া লিগে লেভারকুসেন আট পয়েন্টে এগিয়ে।

লিভারপুল খেলবে প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে। তারা গ্রুপ পর্বে সবার উপরে শেষ করেছিল। পিএসজি খেলতে নামবে ব্রেস্টকে ১০-০ হারিয়ে। পাঁচ বারের বিজয়ী বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বেনফিকার। গ্রুপ পর্বে এই বেনফিকাকে ৫-৪ হারিয়েছিল হান্সি ফ্লিকের দল। আর্সেনাল খেলতে নামবে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন দল পিএসভি আইন্দোভোনের বিপক্ষে।

Advertisement

অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুজের বিরুদ্ধে। গ্রুপ পর্বে ব্রুজের কাছে হেরেছিল তারা। ডর্টমুন্ড খেলবে লিলের বিরুদ্ধে। ফেইনুর্ডের মুখোমুখি ইন্টার মিলান।

প্রি-কোয়ার্টারের প্রথম পর্ব ৪-৫ মার্চ এবং দ্বিতীয় পর্ব ১১-১২ মার্চ খেলা হবে। কোয়ার্টার ফাইনাল ৮-৯ এপ্রিল এবং ১৫-১৬ এপ্রিল খেলা হবে। সেমিফাইনাল হবে ২৯-৩০ এপ্রিল এবং ৬-৭ মে। ফাইনাল ৩১ মে, মিউনিখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement