রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলের পর উল্লাস কিলিয়ান এমবাপের। ছবি: রয়টার্স।
মরসুমের প্রথম ম্যাচে দলের জয়সূচক গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও গোল করলেন কিলিয়ান এমবাপে। এই ম্যাচে জোড়া গোল করলেন ফরাসি তারকা। তাঁর দাপটে লা লিগায় ফেরা রিয়াল ওভিয়েডোকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। মরসুমে প্রথম দু’ম্যাচ জিতল তারা। রিয়ালের হয়ে তৃতীয় গোল ভিনিসিয়াস জুনিয়রের।
এই ম্যাচে রিয়ালের প্রথম একাদশে জোড়া বদল করেছিলেন কোচ জ়াভি আলোন্সো। ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড ও ভিনিসিয়াসের বদলে চোট সারিয়ে ফেরা রদ্রিগো ও অধিনায়ক ড্যানি কার্ভাহালকে শুরু থেকে খেলান তিনি। ৩৭ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটের মাথায় ভিনিসিয়াসের পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের সংযুক্তি সময়ে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়াস।
গোটা ম্যাচে দাপট দেখিয়েছে রিয়াল। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মোট ২৬টা শট মেরেছে তারা। তার মধ্যে ১০টা গোলে ছিল। কিন্তু ওভিয়েডোর গোলরক্ষক বেশ কয়েকটা ভাল সেভ করেন। নইলে ব্যবধান আরও বাড়ত। ৬৫ শতাংশ বলের দখল ছিল রিয়ালের। বোঝা যাচ্ছিল, দু’দলের মানের কতটা ফারাক।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। প্রথম দুই স্থানে থাকা ভিয়ারিয়াল ও বার্সেলোনার পয়েন্টও ৬। গোলপার্থক্যে শীর্ষে ভিয়ারিয়াল। বার্সা ও রিয়ালের গোলপার্থক্য সমান হলেও বার্সা বেশি গোল করায় উপরে রয়েছে। তবে সবে মরসুম শুরু হয়েছে। এখনও অনেক চড়াই-উতরাই বাকি। অন্য দিকে বহু বছর পর লা লিগায় ওঠা ওভিয়েডো নিজেদের প্রথম দুই ম্যাচই হেরেছে। শেষ থেকে দু’নম্বরে তারা। এখন থেকেই অবনমন বাঁচানোর লড়াই শুরু হয়ে গিয়েছে তাদের।
গত বছর বার্সার কাছে লিগ হারাতে হয়েছিল রিয়ালকে। এ বার কোচ বদল হয়েছে। কার্লো আনচেলোত্তি ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় প্রাক্তন ফুটবলার আলোন্সোকে কোচ হিসাবে নিয়ে এসেছে মাদ্রিদের ক্লাব। গত দুই মরসুমে জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে সাফল্য পেয়েছেন আলোন্সো। তাই তাঁকে ভরসা করা হয়েছে। নতুন ক্লাবের হয়েও মরসুমের শুরুটা ভাল হয়েছে আলোন্সোর।