বুনুর (বাঁ দিকে) পিঠ চাপড়ে দিলেন রিয়াল অধিনায়ক মদ্রিচ। ছবি: সমাজমাধ্যম।
কাতার বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ক্লাব বিশ্বকাপেও নায়ক তিনি। বুধবার রাতে শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন ফেদেরিকো ভালভার্দের পেনাল্টি। সৌদি আরবের আল হিলালের বিরুদ্ধে ১-১ ড্র করল রিয়াল। অন্য ম্যাচে, পাঁচ গোলে আমিরশাহির আল আইনকে হারিয়েছে জুভেন্টাস। ম্যাঞ্চেস্টার সিটি ২-০ হারিয়েছে মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে।
রিয়াল এবং আল হিলাল, দুই দলই নেমেছিল নতুন কোচের অধীনে। রিয়ালের দায়িত্বে এটাই প্রথম ম্যাচ ছিল জ়াবি আলোন্সোর। অন্য দিকে, আল হিলাল খেলতে নেমেছিল সিমোনে ইনজাঘির অধীনে। প্রথম ম্যাচে বোঝা গিয়েছে, রিয়াল এখনও পুরোপুরি কার্লো আনচেলোত্তির ছায়া থেকে বেরোতে পারেনি। এখনও অনেক কাজ বাকি রয়েছে তাদের। তুলনায় আল হিলাল অনেক শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়েছে।
৩৪ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো গার্সিয়া। সাত মিনিট পর পেনাল্টি থেকে সমতা ফেরান রুবেন নেভেস। দুই দলেরই জোরালো টক্কর হয়েছে। সংযুক্তি সময়ে রিয়ালের ফ্রান গার্সিয়াকে বক্সে ফাউল করেছিলেন মহম্মদ আলকাহতানি। ভার-এর পরামর্শে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভালভার্দের নিচু শট ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বুনু।
ম্যাচের পর জ়াবি বলেছেন, “পরিস্থিতি বদলাতে সময় লাগবেই। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। তবে কঠিন প্রতিযোগিতায় ফলাফল পেতে সময় লাগে।” ইনজাঘির বক্তব্য, “আরবের ফুটবল দিন দিন উন্নতি করছে।”
জুভেন্টাসের অবশ্য জিততে অসুবিধা হয়নি। আমিরশাহির ক্লাবের সঙ্গে তাদের ফারাক শুরু থেকেই বোঝা যায়। রান্ডাল কোলো মুয়ানি এবং ফ্রান্সিসকো কনসিসাও দু’টি করে গোল করেন। অপর গোল কেনান ইলদিজ়ের।
এই গ্রুপেই রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। তারা কাসাব্লাঙ্কাকে হারিয়েছে ২-০ গোলে। ফিল ফোডেন এবং জেরেমি ডোকু গোল করেন। এই ম্যাচে মরক্কো-বিরোধী স্লোগান নিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন এক সমর্থক। তাদের পাকড়াও করেছে পুলিশ। শেষ দিকে সিটির রিকো লিউইস লাল কার্ড দেখেন। অন্য ম্যাচে, এফসি সালজবুর্গ ২-১ হারিয়েছে সিএফ পাচুকাকে।