real madrid

Real Madrid: মদ্রিচের অসাধারণ গোল, স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ

ফের রিয়াল মাদ্রিদের ঘরে ঢুকল স্প্যানিশ সুপার কাপ। রবিবার সৌদি আরবে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৬:১৯
Share:

ফের রিয়াল মাদ্রিদের ঘরে ঢুকল স্প্যানিশ সুপার কাপ। ছবি পিটিআই

ফের রিয়াল মাদ্রিদের ঘরে ঢুকল স্প্যানিশ সুপার কাপ। রবিবার সৌদি আরবে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। অসাধারণ গোল করলেন লুকা মদ্রিচ। রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করিম বেঞ্জেমার।

Advertisement

প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ডানদিক থেকে আক্রমণে উঠে বিলবাওয়ের দুই ডিফেন্ডারকে অনায়াস দক্ষতায় কাটিয়ে রদ্রিগো পাস দেন মদ্রিচকে। চলতি বলেই ডান পায়ের শটে দর্শনীয় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন বেঞ্জেমা। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে এডার মিলিটাও লাল কার্ড দেখায় দশ জন হয়ে যায় রিয়াল। রাউল গার্সিয়ার নেওয়া পেনাল্টি এক পায়ে অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া।

ফাইনাল খেলা যদিও পুরোপুরি একপেশে হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। কখনওই সে ভাবে তাদের বিপদের মুখে পড়তে হয়নি। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার সমর্থক রিয়ালের উদ্দেশে চিৎকার করছিলেন। তাঁদের সামনে অসাধারণ ফুটবল উপহার দেন রিয়ালের ফুটবলাররা। এই নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement