Barcelona FC

লা লিগায় বড় জয়, শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, প্রিমিয়ার লিগে চেলসিকে হারাল লিভারপুল

রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বড় জয় পেল বার্সেলোনা। লেয়নডস্কিরা ৫-১ ব্যবধানে হারালেন সেভিয়াকে। মাঠে ফিরলেন গাভি। অন্য দিকে, চেলসিকে হারাল লিভারপুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১১:৩৩
Share:

রবার্ট লেয়নডস্কি। ছবি: রয়টার্স।

লা লিগায় বড় জয় পেল বার্সেলোনা। সেভিয়াকে ৫-১ ব্যবধানে হারালেন রবার্ট লেয়নডস্কিরা। অন্য দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-১ ব্যবধানে হারাল মহম্মদ সালাহদের লিভারপুল।

Advertisement

লিগামেন্টের চোট সারিয়ে ৩৪৮ দিন পর মাঠে ফিরলেন গাভি। স্প্যানিস মিডফিল্ডার ৮৩ মিনিটে মাঠে নামলেন। তাঁকে স্বাগত জানিয়ে অধিনায়কের বাহুবন্ধনী পরিয়ে দিলেন সতীর্থ পেদ্রি। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের জমানায় প্রথম বার মাঠে নেমেছিলেন ২০ বছরের পেদ্রি। তার আগেই বার্সোলোনা ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সেভিয়ার বিরুদ্ধে। ২৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লেয়নডস্কি। ২৮ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন পেদ্রি। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লেয়নডস্কি। পিছিয়ে পড়ার পর ব্যবধান কমানোর লক্ষ্যে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেন সেভিয়ার ফুটবলারেরা। পরিবর্তন করে রক্ষণ সংগঠনেও। পাল্টা খেলার গতি মন্থর করে দেওয়ার চেষ্টা করেন বার্সার ফুটবলারেরা। তবু ৮২ মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন পাবলো তোরে। এর পরই মাঠে নামেন গাভি। ৮৭ মিনিটে সেভিয়ার স্ট্যানিস ইদুম্বো ব্যবধান কমালেও লাভ হয়নি। ৮৮ মিনিটে আবার গোল করেন তোরে।

এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান বজায় রাখল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ১০ ম্যাচে ২৪ পয়েন্ট। পরের ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

Advertisement

অন্য দিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল লিভারপুল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে চেলসির পক্ষে সমতা ফেরান নিকোলাস জ্যাকসন। তাতে অবশ্য ভাল কিছু হয়নি। ৩ মিনিট পরেই লিভারপুলের পক্ষে জয়সূচক গোল কার্টিস জোন্সের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement