Indian Super League

আইএসএল নিয়ে অধরা সমাধান, সব পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত অচলাবস্থা কাটানোর আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

আলোচনার বিষয়বস্তু বিস্তারিত ভাবে সুপ্রিম কোর্টকে জানাবে ক্রীড়া মন্ত্রক। আপাতত সর্বোচ্চ আদালতের বক্তব্যের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই আইএসএলের কোনও পক্ষেরই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:১৪
Share:

আইএসএল ট্রফি। —ফাইল চিত্র।

আরও একগুচ্ছ সমাধানহীন বৈঠক। দীর্ঘ আলোচনার পরও আইএসএল নিয়ে কোনও সমাধান সূত্র পাওয়া গেল না বুধবারও।

Advertisement

অনিশ্চয়তা কাটাতে এ দিন আইএসএলের স্টেকহোল্ডার, আইলিগের ক্লাব, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে সহ-অন্য কর্তা, এফএসডিএল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। যদিও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। জানুয়ারির প্রথম সপ্তাহে আইএসএল হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

সূত্রের খবর, এ দিনের বৈঠকে এফএসডিএলের প্রতিনিধিরা অচলাবস্থার জন্য সরাসরি দুষেছেন ফেডারেশন সভাপতিকে। তাঁদের বক্তব্য, বিডে এমন সব শর্ত রাখা হয়েছিল, যেগুলি কারও পক্ষে মানা সম্ভব নয়। সে কারণেই আইএসএলের জন্য কোনও বিডার পায়নি ফেডারেশন। যদিও কল্যাণ বলেছেন, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যা করার করেছেন। তাঁর হাতে কিছু ছিল না।

Advertisement

বৈঠকে মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া প্রস্তাব দেন, এফএসডিএল বা অন্য কোনও সংস্থা এগিয়ে না এলে আইএসএলের ক্লাবগুলি সম্মিলিত ভাবে প্রতিযোগিতা আয়োজন করুক। তাঁর এই প্রস্তাবে আপত্তি জানান কলকাতার অন্য দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহমেডানের প্রতিনিধিরা।

প্রথমে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন ক্রীড়া মন্ত্রকের কর্তারা। পরে সব পক্ষের সঙ্গে কথা বলেন ক্রীড়ামন্ত্রী মাণ্ডবীয়। তিনি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন। এ দিনের আলোচনার বিষয়বস্তু বিস্তারিত ভাবে সুপ্রিম কোর্টকে জানাবে ক্রীড়া মন্ত্রক। আপাতত সর্বোচ্চ আদালতের বক্তব্যের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই আইএসএলের কোনও পক্ষেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement