Indian Super League Future

আইএসএল জট কাটাতে পদক্ষেপ ক্রীড়া মন্ত্রকের, বুধবার ক্লাবগুলির সঙ্গে বৈঠক, থাকবে ফেডারেশনও

আইএসএল ঘিরে জট এখনও কাটেনি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার মধ্যেই জট কাটাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ক্লাবগুলির সঙ্গে বৈঠক করবে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:১৪
Share:

আইএসএল ট্রফি। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, আইএসএলের জট কাটাতে উদ্যোগী তারা। সেটা যে শুধু কথার কথা নয়, তা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাজে স্পষ্ট। আইএসএলের ক্লাবগুলির সঙ্গে ৩ ডিসেম্বর, অর্থাৎ বুধবার বৈঠক করবে ক্রীড়া মন্ত্রক। ক্লাবগুলিকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠিও দিয়েছে তারা। সেখানে থাকার কথা সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রতিনিধিদেরও।

Advertisement

গত ২১ নভেম্বর সুপ্রিম কোর্টে ছিল আইএসএল সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি উঠেছিল। সেখানেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। মন্ত্রী পরিস্থিতির ব্যাপারে জানেন। আইএসএল অবশ্যই আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন।

দেশের শীর্ষ আদালতের সামনে মেহতা বলেন, “কী ভাবে আয়োজন করা হবে, কারা স্পনসর হবে, কোথা থেকে অর্থ আসবে তা সরকারের উপর ছেড়ে দেওয়া হোক। সরকার নিজে থেকেই আইএসএল আয়োজন করতে আগ্রহী, যাতে আমাদের দেশের ফুটবলারদের কোনও অসুবিধা না হয়।” বিচারপতিদের বেঞ্চের তরফে জানানো হয়, ফুটবলের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে এমন বার্তা যেন না ছড়ায়। তা শুনে মেহতা বলেন, “অবশ্যই। আমাদের আর কোনও ভূমিকা নেই।” মেহতা আরও জানান, ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, সব কিছু সরকারই করবে। সেটাও হবে ফিফার নিয়ম মেনে, যাতে কোথাও কোনও সমস্যা না হয়।

Advertisement

সে দিনই সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে আইএসএলের বাণিজ্যিক স্বত্ব পেতে ব্যর্থ হওয়ার কারণ বলা ছিল এবং কিছু প্রস্তাবও ছিল। দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্রস্তাবগুলি আগামী দিনে চলার পথে কাজে লাগতে পারে। আইএসএলের সঙ্গে যুক্ত সব পক্ষ একসঙ্গে বসে তা নিয়ে আলোচনা করতে পারেন। আগামী ৮ ডিসেম্বরের আগে কোনও এক দিন শুনানি ধার্য করা হয়েছে। তার আগেই জট কাটিয়ে ফেলতে চাইছে কেন্দ্র। তাই ক্লাবগুলির সঙ্গে বৈঠক করতে চাইছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement