AIFF-Supreme Court

আইএসএল আয়োজকদের সঙ্গে ফেডারেশনের চুক্তি নবীকরণ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট, সংবিধান নিয়ে রায়দান পরে

আইএসএলের আয়োজকদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে সিদ্ধান্ত সোমবার ঘোষণা করল না সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, দ্রুতই সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৩
Share:

সংক্ষিপ্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইএসএলের আয়োজকদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবীকরণ নিয়ে সিদ্ধান্ত সোমবার ঘোষণা করল না সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, দ্রুতই সংক্ষিপ্ত নির্দেশ দেওয়া হবে। সেই ভিত্তিতে আগামী আইএসএলের আয়োজক খুঁজতে টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন।

Advertisement

বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এ দিন জানিয়েছে, মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) নিয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশ দ্রুত দেওয়া হবে। তার পর ফেডারেশনের সংবিধান নিয়ে রায় ঘোষণা করা হবে। এ দিন নরসীমা বলেন, “রায় তৈরিই আছে। কিন্তু জাতীয় ক্রীড়ানীতি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তার কারণে আমরা তা ঘোষণা করতে পারছি না।”

অতিরিক্ত সলিসিটর জেনালেন (এএসজি) কেএম নটরাজের কাছে বেঞ্চ প্রশ্ন করে, জাতীয় ক্রীড়া প্রশাসন নীতির নিয়ম এবং বাকি বিষয় কার্যকর করতে সরকারের কতটা সময় লাগতে পারে। এএসজি জানান, কাজ চলছে। এক মাস, তিন মাস বা ছ’মাস লাগতে পারে পুরোপুরি এই নীতি কার্যকর হতে। বেঞ্চ জানায়, রায়দানের জন্য তত দিন অপেক্ষা করা যাবে না। যত দিন না ক্রীড়ানীতি পুরোপুরি কার্যকর হচ্ছে, তত দিন সুপ্রিম কোর্টের রায় বহাল থাকবে।

Advertisement

ফেডারেশনের আইনজীবী রঞ্জিত কুমার জানান, স্বচ্ছ প্রক্রিয়ার টেন্ডার ডাকার ব্যবস্থা করা হচ্ছে যাতে আইএসএল সুষ্ঠ ভাবে আয়োজন করা যায়। ২০১১-র জাতীয় ক্রীড়াবিধি, ২০২৫-এর জাতীয় ক্রীড়ানীতি, ফেডারেশনের সংবিধান এবং ফিফা এবং এএফসি-র নিয়ম মেনে টেন্ডার আয়োজন করা হবে। তিনি এ-ও জানান, এই কাজের জন্য স্বাধীন পেশাদার কোনও সংস্থাকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছে। ফেডারেশনের আইনজীবী ‘বিগ ফোর’-এর কথা উল্লেখ করেন। তবে সুপ্রিম কোর্ট জানায়, তারা ‘বিগ ফোর’ জাতীয় কিছুতে বিশ্বাস করে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement