Tanmoy Ghosh

তন্ময়দের দাপটে আবার জয়ে ফিরল মহমেডান

ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে নিখুঁত গোল করে যান তন্ময় ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ০৭:১৬
Share:

সফল: দলের প্রথম গোল করার পরে তন্ময়। ছবি: সুদীপ্ত ভৌমিক।

ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসির কাছে হারের পরে দর্শকদের রোষের মুখে পড়তে হয়েছিল ক্লাবকর্তাদের। মঙ্গলবার নিজেদের মাঠে এফসিআই-র বিরুদ্ধে ৩-১ গোলে জিতে আবার ছন্দে ফিরল মহমেডান স্পোর্টিং।

Advertisement

ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। নিজেদের মধ্যে দ্রুত পাস খেলে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে নিখুঁত গোল করে যান তন্ময় ঘোষ। ৩৫ মিনিটে ফের ব্যবধান বাড়ায় মহমেডান। তবে এ ক্ষেত্রে বল বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলে ঠেলে দেন এফসিআই-র দীপ বাগ।

৫৩ মিনিটে গোল করেন এফসি আই-র সৌরভ মান্না। ৭৯ মিনিটে মহমেডানের হয়ে তৃতীয় গোল ডেভিডের। প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে ছিটকে বেরিয়ে আসা বল ধরে গোল করতে ভুল করেননি তিনি।

Advertisement

আজ নামছে ইস্টবেঙ্গল: আজ, বুধবার প্রিমিয়ার ডিভিশন লিগে পরীক্ষা ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ রেলওয়ে এফসি।

কোচ বিনো জর্জ বলেছেন, ‘‘গত ম্যাচের মতো পয়েন্ট নষ্ট করা যাবে না। ম্যাচে গোলের অনেক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগছে না। পয়েন্ট নষ্ট করার প্রবণতা কাটাতে হবে।’’

আজ প্রিমিয়ার ডিভিশনে: ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে এফসি। দুপুর ৩.০০ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন