Sahal Abdul Samad

সাহালের মাঠে ফেরা নিয়ে ধোঁয়াশা বাড়ছে

সৌদি আরবের আভায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে অনুশীলনে চোট পান সাহাল। জানা গিয়েছে, পাস দেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে তাঁর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ০৮:৩৩
Share:

সাহাল আব্দুল সামাদ। ছবি: সংগৃহীত।

সাহাল আব্দুল সামাদের চোট নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ল মোহনবাগানেও। সূত্রের খবর, ৩১ মার্চ আইএসএলে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। শুধু তাই নয়। সুস্থ হয়ে কবে সাহাল মাঠে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

সৌদি আরবের আভায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে অনুশীলনে চোট পান সাহাল। জানা গিয়েছে, পাস দেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে তাঁর। বৃহস্পতিবার সাহালের চোটের জায়গায় স্ক্যান হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। ফলে এখনও পরিষ্কার নয় তাঁর আঘাত কতটা গুরুতর। জানা গিয়েছে, ২৬ মার্চ গুয়াহাটিতে আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বের ফিরতি ম্যাচে তো বটেই, চেন্নাইয়িনের বিরুদ্ধে খেলার সম্ভাবনা কার্যত নেই মোহনবাগান তারকার।

সাহালকে নিয়ে অস্বস্তির মধ্যেই বৃহস্পতিবার থেকে চেন্নাইয়িন ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেল মোহনবাগানে। এ দিনই পুত্র সন্তানের বাবা হওয়ায় আর্মান্দো সাদিকু এখনও দলে যোগ দেননি। বাকি পাঁচ বিদেশি দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, জনি কাউকো, হেক্তর ইউতসে ও ব্রেন্ডন হামিল অবশ্য পুরোদমেই অনুশীলন করেছেন। ছিলেন না জাতীয় দলের ফুটবলাররা। যুবভারতীতে ১১ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেন হাবাস। এ দিন অবশ্য শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরেই বেশি জোর দিয়েছিলেন তিনি। ছোট-ছোট পাস খেলে আক্রমণ ওঠার মহড়াও দেন জনি-রা।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের শীর্ষে মুম্বই সিটি এফসি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের সংগ্রহে ৩৯ পয়েন্ট। চেন্নাইয়িনকে হারিয়ে শীর্ষ স্থান দখল করতে মরিয়া দিমিত্রিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন