Gerard Pique

Gerard Pique: শাকিরার জন্যই বার্সেলোনায় থেকে যেতে পারেন বিধ্বস্ত পিকে

শাকিরার সঙ্গে সম্পর্কের অবনতি প্রভাব ফেলেছিল পারফরম্যান্সে। পিকেকে না রাখার কথা জানান কোচ জাভি। ঘরের ছেলের পাশেই দাঁড়াচ্ছেন বার্সা সভাপতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৯:৫০
Share:

শাকিরা এবং পিকে। ছবি: টুইটার

মানসিক ভাবে বিধ্বস্ত জেরার্ড পিকে। দীর্ঘ দিন ধরে বার্সেলোনা এবং স্পেনের রক্ষণের অন্যতম ভরসা এখন পর পর আঘাত সামলাতে পারছেন না ।

Advertisement

পপ তারকা শাকিরার সঙ্গে পিকের ১১ বছরের সম্পর্ক ভেঙেছে গত মাসেই। তার মধ্যেই কোচ জাভি হার্নান্দেজ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনার আর দরকার নেই তাঁকে। পর পর জোড়া ধাক্কায় বিপর্যস্ত পিকে। যাঁর সামনে বিপক্ষের আক্রমণ খেই হারাতো, তিনিই এখন জীবনের খেই হারিয়ে ফেলছেন।

শাকিরার সঙ্গে সম্পর্কের অবনতি প্রভাব ফেলছিল পিকের ফুটবলে। সেই শাকিরার সঙ্গে বিচ্ছেদই রুখে দিতে পারে ক্লাবের সঙ্গে বিচ্ছেদ। পিকে নিজে কিছু জানাননি। তাঁর মানসিক পরিস্থিতির দ্রুত অবনতির কথা জানিয়েছেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা। ঘরের ছেলের এমন কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন লাপোর্তা।

Advertisement

বার্সেলোনা সভাপতি বলেছেন, ‘‘পিকে খুবই সমস্যার মধ্যে রয়েছে। যত দূর মনে হয়, আমাদের প্রিয় খেলোয়াড়দের আমরা টাকা, খ্যাতি দিতে পারি। কিন্তু সব কিছু নয়। পিকেও মানুষ এবং অত্যন্ত ভাল একজন মানুষ। আমাদের সফল অধিনায়কদের একজন। ক্লাব যেমন পিকে-কে অনেক দিয়েছে, তেমন পিকেও ক্লাবকে অনেক দিয়েছে।’’

বিচ্ছেদ হলেও শাকিরা বা পিকে কেউই কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। পিকে-কে মানসিক শান্তি দেওয়াই এখন বার্সা কর্তাদের লক্ষ্য। লাপোর্তা বলেছেন, ‘‘ও যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা একদমই কাম্য নয়। এত কম বয়সে সন্তানদের থেকে দূরে থাকা কঠিন। ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকে পিকের সম্মান, ভালবাসা প্রাপ্য। এমন কোনও খবরকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়, যা মানুষের চোখে পিকেকে খারাপ করে তুলতে পারে। ওকে নিয়ে এত বছরের অনুভূতি নষ্ট হয়।’’

বার্সা সভাপতি আরও বলেছেন, ‘‘আমি ভাগ্যবান ওকে ব্যক্তিগত ভাবে চিনি। ও সবার আগে আমার কাছে একজন মানুষ। দুর্দান্ত একটা মানুষকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। আমরা ওকে সাহায্য করতে চাই। ওর যে ভালবাসা প্রাপ্য, তা দিয়েই ওকে আগলে রাখতে চাই আমরা।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন