FIFA Club World Cup

রেফারির গায়ে ক্যামেরা, ট্যাবে খেলোয়াড় বদলের আবেদন, নতুন আর কী কী থাকছে ক্লাব বিশ্বকাপে?

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। এ বারই প্রথম ৩২টি দেশকে নিয়ে এক মাস ধরে এই প্রতিযোগিতা হবে। ক্লাব বিশ্বকাপে দেখা যাবে কিছু নতুন নিয়ম, যা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৯:৫৯
Share:

রেফারির সঙ্গে তর্ক রোনাল্ডোর, যা করলে ভবিষ্যতে হলুদ কার্ড দেখতে হবে। ছবি: রয়টার্স।

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। এ বারই প্রথম ৩২টি দেশকে নিয়ে এক মাস ধরে এই প্রতিযোগিতা হচ্ছে। পুরোদস্তুর বিশ্বকাপের ধাঁচে প্রতিযোগিতা আয়োজন করা হতে চলেছে। ক্লাব বিশ্বকাপে দেখা যাবে কিছু নতুন নিয়ম, যা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

Advertisement

রেফারির জার্সিতে বডি ক্যামেরা

ম্যাচের সময় রেফারির জার্সির সামনের দিকে লাগানো থাকবে বডি ক্যামেরা। তাঁর সঙ্গে কানে লাগানো ইয়ারপিসের যোগাযোগ থাকবে। সম্প্রচারের সময় সেই ক্যামেরার দৃশ্য ব্যবহার করা হতে পারে। পাশাপাশি, কেউ রেফারির সঙ্গে খারাপ আচরণ করলে বা খারাপ কথা বললে সেটাও ক্যামেরায় ধরা পড়বে।

Advertisement

অফসাইডে আরও প্রযুক্তি

ক্লাব বিশ্বকাপে অ্যাডভান্সড সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্যামেরা, বলে লাগানো সেন্সর থেকে আরও দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা কাজে লাগানো হবে।

সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব

এত দিন কোনও খেলোয়াড় বদলাতে হলে চতুর্থ রেফারির কাছে গিয়ে বলতে হত। এখন প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব দেওয়া থাকবে। তার মধ্যেই পরিবর্ত খেলোয়াড়ের নাম জানিয়ে আবেদন করতে পারবেন তাঁরা। এতে ভুল কমবে এবং দ্রুত যোগাযোগ হবে।

গোলরক্ষকের আট সেকেন্ডের নিয়ম

ছয় সেকেন্ডের বদলে গোলরক্ষকেরা এখন আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। সেই নিয়ম লঙ্ঘন করলে ইনডিরেক্ট ফ্রিকিকের পরিবর্তে এ বার থেকে কর্নার কিক দেওয়া হবে।

পেনাল্টি কিকে ‘ডাবল টাচ’

পেনাল্টি কিকের সময় খেলোয়াড়ের পা বলে দু’বার স্পর্শ করলে আবার তাঁকে শট মারতে দেওয়ার আগে প্রথম কিক খতিয়ে দেখা হবে। অনিচ্ছাকৃত হলে তিনি আবার কিক নিতে পারবেন। ইচ্ছাকৃত হলে গোল বাতিল করা হবে।

রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক

কোনও সিদ্ধান্তের প্রতিবাদ করতে হলে রেফারিকে আপত্তির কথা জানাতে পারবেন শুধু অধিনায়ক। বাকি খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে ধরতে পারবেন না। সে ক্ষেত্রে হলুদ কার্ড দেখাতে পারেন রেফারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement